Wrestlers Protest: ক্রিকেটাররা কি ভয়ে মুখ খুলছে না? কটাক্ষ ভিনেশ ফোগটের

গত কয়েকদিন ধরে দিল্লির যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের আন্দোলন। ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো কুস্তিগীররা অবস্থান চালিয়ে যাচ্ছেন। সমাজের বিভিন্ন স্তর থেকে সমর্থন পাচ্ছেন কুস্তিগীররা। বিভিন্ন রাজনৈতিক দলও সমর্থন করছে।

Web Desk - ANB | Published : Apr 28, 2023 3:15 PM
110
কুস্তিগীরদের আন্দোলনের পক্ষে ক্রিকেট মহল থেকে মুখ খুলেছেন শুধু কপিল

রবিবার থেকে দিল্লির যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের অবস্থান। এই আন্দোলনকে সমর্থন করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তিনি যৌন হেনস্থার অভিযোগের বিচারের দাবিতে সরব হয়েছেন।

210
কপিল ছাড়া কোনও ক্রিকেটার মুখ না খোলায় ব্যঙ্গ কুস্তিগীর ভিনেশ ফোগট

কপিল দেব ছাড়া কোনও ক্রিকেটার কুস্তিগীরদের আন্দোলনের বিষয়ে মুখ না খোলায় তাঁদের ব্যঙ্গ করলেন ভিনেশ ফোগট। তিনি ক্রিকেটারদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

310
ক্রিকেটাররা নিরপেক্ষভাবেও বিচারের দাবি জানাতে পারতেন, মন্তব্য ভিনেশের

ভিনেশ ফোগট বলেছেন, 'সারা দেশ ক্রিকেটারদের পুজো করে। কিন্তু কোনও ক্রিকেটারই কুস্তিগীরদের আন্দোলন নিয়ে মুখ খোলেননি। আমরা বলছি না আমাদের পক্ষে কথা বলুন। কিন্তু অন্তত নিরপেক্ষভাবে বিচারের দাবিতে সরব হতে পারতেন। এটাই আমাকে ব্যথিত করছে।'

410
'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন নিয়ে ক্রিকেটারদের কটাক্ষ ভিনেশের

ক্রিকেটারদের কটাক্ষ করে ভিনেশ ফোগট আরও বলেছেন, 'আমাদের দেশে বড় অ্যাথলিটের অভাব নেই। আমাদের দেশে ক্রিকেটাররা আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় সমর্থন করেন ক্রিকেটাররা। আমরা কি সমর্থন আশা করতে পারি না?'

510
ক্রিকেটাররা কি কোনও কারণে মুখ খুলতে ভয় পাচ্ছেন? কটাক্ষ ভিনেশ ফোগটের

ক্রিকেটারদের কটাক্ষ করে ভিনেশ ফোগট আরও বলেছেন, ‘ক্রিকেটাররা কেন ভয় পাচ্ছেন জানি না। আমার মনে হয়, ওঁরা ভয় পাচ্ছেন, আমাদের পক্ষে মুখ খুললে হয়তো স্পনসরশিপ ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট সংক্রান্ত চুক্তি হারাতে পারেন। সেই কারণেই তাঁরা হয়তো অ্যাথলিটদের প্রতিবাদে সামিল হতে চাইছেন না। এটা আমাকে ব্যথিত করছে।’

610
পদক জিতলে ক্রিকেটাররা অভিনন্দন জানান, এখন নীরব কেন? কটাক্ষ ভিনেশের

ভিনেশ ফোগট বলেছেন, ‘আমরা যখন কোনও প্রতিযোগিতায় পদক জিতি, তখন ক্রিকেটাররা ট্যুইট করেন। এখন কী হল? ওঁরা কি সিস্টেমের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন? ওঁরাও কি সিস্টেমের অংশ?’

710
যাঁরা কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করছেন না তাঁদের হৃদয় নেই, দাবি ভিনেশের

ভিনেশ ফোগটের দাবি, ‘কুস্তিগীরদের হৃদয়, মস্তিষ্ক ঠিক জায়গাতেই আছে। অন্যান্য অ্যাথলিটদের নিজেদের দিকে তাকানো উচিত। ওঁদের তো হৃদয়ই নেই। ওঁরা ছবি তোলেন, বাণিজ্যিক চুক্তি করেন। আমাদের অনুরোধ, বিচারের দাবি জানিয়ে একটি পোস্ট করুন।’

810
আমাদের সমর্থন না করলে পদক জিতলে অভিনন্দন জানাবেন না, মন্তব্য ভিনেশের

ভিনেশ ফোগট বলেছেন, 'এখন যদি আমরা কারও সমর্থন পাওয়ার যোগ্য না হয়ে থাকি, তাহলে ভবিষ্যতে কোনও প্রতিযোগিতায় পদক জিতলে তখন যেন কেউ আমাদের অভিনন্দন না জানান। তখন কেউ যেন না বলেন, আমাদের দক্ষতার উপর ভরসা ছিল। কারণ, এখন আমাদের নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।'

910
কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করেছেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া

শুক্রবার সকালে ট্যুইট করে কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করেছেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া। বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রাও কুস্তিগীরদের সমর্থনে মুখ খুলেছেন।

1010
ব্রিজভূষণ শরণ সিং গ্রেফতার না হওয়া আন্দোলন চলবে, বার্তা কুস্তিগীরদের

যন্তর মন্তরে আন্দোলনরত কুস্তিগীররা বলেছেন, ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার না করা পর্যন্ত অবস্থান চলবে। ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি কুস্তিগীরদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos