ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে সারা দেশের ক্রীড়ামহলে তোলপাড় চলছে। দিল্লির যন্তর মন্তের চলছে আন্দোলন।
দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের অবস্থান চললেও, দমতে নারাজ ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। তিনি এক ভিডিও বার্তায় আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ‘বন্ধুরা, একদিন আমি জীবনের সব ঘটনা খতিয়ে দেখব। সেদিন ভেবে দেখব আমি কী অর্জন করতে পেরেছি আর কী হারিয়েছি। যেদিন আমি অনুভব করব যে আমার লড়াই করার শক্তি হারিয়ে ফেলেছি, যেদিন আমার মনে হবে, দুর্বল হয়ে পড়ছি, তখন আর বেঁচে থাকার ইচ্ছা থাকবে না। সেদিন আমি মৃত্যুবরণ করতে চাইব।’ ব্রিজভূষণের এই ভিডিও প্রকাশের পরেও অবশ্য ক্রীড়ামহলের বিশেষ কেউ তাঁর সমর্থনে এগিয়ে আসছেন না। বেশিরভাগ মানুষই আন্দোলনরত কুস্তিগীরদের সমর্থন করছেন।
রবিবার থেকে যন্তর মন্তরে অবস্থান চালিয়ে যাচ্ছেন কুস্তিগীররা। সেখানেই থাকছেন তাঁরা। সকালে অনুশীলন সেরে নিচ্ছেন ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। এরপর সারাদিন, সারারাত ধরে চলছে তাঁদের অবস্থান। কুস্তিগীররা যখন অবস্থান শুরু করেন, তখন তাঁরা জানতেন না কতদিন ধরে আন্দোলন চলবে, ফলে শুরুতে খুব একটা প্রস্তুতি ছিল না। পরবর্তীকালে দীর্ঘদিন এখানে কাটানোর জন্য সামান্য কিছু ব্যবস্থা করতে হয়েছে কুস্তিগীরদের। কিন্তু সেটা করতে গিয়েই বিপুল অর্থ খরচ করতে হচ্ছে তাঁদের। ম্যাট্রেস, বিছানার চাদর, সাউন্ট সিস্টেম, পাখা, স্পিকার, মাইক্রোফোন, মিনি পাওয়ার জেনারেটর সেট, জল, খাবার জোগাড় করতে গিয়ে এখনও পর্যন্ত ৫ লক্ষ টাকারও বেশি খরচ করতে হয়েছে। ম্যাট্রেস, বিছাদার চাদর, সাউন্ট সিস্টেমের ভাড়া হিসেবে রোজ ২৭ হাজার টাকা করে দিতে হচ্ছে।
ভিনেশ ফোগটের স্বামী সমবীর রাঠি জানিয়েছেন, ‘আমাদের উপর বিপুল আর্থিক বোঝা চেপে যাচ্ছে। সেই কারণে আমরা ম্যাট্রেস কেনার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ৫০ হাজার টাকা খরচ করে খারখোদা গ্রাম থেকে ম্যাট্রেস কিনেছি। ম্যাট্রেসের ভাড়া হিসেবে আমাদের রোজ ১২ হাজার টাকা করে দিতে হচ্ছিল। এত টাকা খরচ করা আমাদের পক্ষে বিপুল বোঝা হয়ে যাচ্ছিল। শুরুতে আমরা স্পিকার ও মাইক্রোফোন ভাড়া নিয়েছিলাম। এই ভাড়াও আমাদের পক্ষে অনেক বেশি হয়ে যাচ্ছিল। সেই কারণে আমরা ৬০ হাজার টাকা দিয়ে চাঁদনি মার্কেট থেকে সাউন্ড সিস্টেম কিনে নিয়েছি। যে দোকান থেকে এই সাউন্ড সিস্টেম কিনেছি, সেই দোকানের মালিক আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। তিনি জানেন, অ্যাথলিটরা রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি লাভের কথা না ভেবেই আমাদের সাউন্ড সিস্টেম বিক্রি করেন।’
আরও পড়ুন-
Wrestlers Protest: ক্রিকেটাররা কি ভয়ে মুখ খুলছে না? কটাক্ষ ভিনেশ ফোগটের
Wrestlers Protest: বিচারের দাবিতে অ্যাথলিটদের রাস্তায় দেখে খারাপ লাগছে, বার্তা নীরজের
জ্যাংড়া জাগৃতি সংঘে কোরিয়ান মার্শাল আর্ট হাপকিডো-র টেকনিক্যাল সেমিনার