কিছু মাস আগেও বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। তবে এক বছর নির্বাসিত থাকলেও পারফরম্যান্সে সেভাবে প্রভাব পরেনি স্মিথের। উপরন্ত আরও ভালো ফর্ম নিয়েই খেলছেন তিনি। ১ বছর বাদে দলে ফিরে একদিনের ফরম্যাটের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও নিজেকে শীর্ষে রেখেছেন এই ব্যাটসম্যান। তবে কোনও ম্যাচে রান না পেলে ও খারাপ খেললে নিজেকে শাস্তি দেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। এমনটাই জানালেন স্টিভ স্মিথ। নিজেই নিজেকে শারিরিক ভাবে হেনস্থা করেন তিনি, এমনটাই জানালেন স্মিথ।
আরও পড়ুন, দু’টুকরো করলেন উইকেট, মাঠে ফেরার মরিয়া লড়াই জসপ্রীত বুমরার
রবিবার থেকে গাব্বায় পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। আর তার আগেই প্রস্তুতি সারছে অজি দল। আর সেই সিরিজের আগে নিজেকে নিয়ে খোলসা করলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি বলেন, 'আমি যখনই রান পাই না তখনই নিজের ওপর অত্যাচার করি। নিজেকে শাস্তি দিয়ে থাকি। জিমে গিয়ে হোক বা অন্যরকম ভাবে নিজের ওপর শারিরিক ভাবে শাস্তি দিয়ে থাকি। যাতে আগামী ম্যাচে নিজেকে বদলে ফের মাঠে ভালো পারফর্ম করতে পারি।'
আরও পড়ুন, অস্ট্রেলিয়ায় ভারত-পাক মৈত্রী, পাক ক্রিকেটার ও ভারতীয় ট্যাক্সি চালকের গল্প ভাইরাল
নিজেকে শাস্তি দেওয়ার পাশাপাশি ভালো খেললেও স্মিথ নিজেকে চকলেট দেন বলে জানিয়েছেন তিনি নিজেই। স্মিথ বলেন, 'আমি যেমন ভাবে নিজেকে খারাপ খেলার পর শাস্তি দি। একই ভাবে আমি ভালো খেললে নিজেকে চকলেট উপহার দিয়ে থাকি। এটা পুরোপুরি নিজের জন্য থাকি আমি। সামনে পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ। একই সঙ্গে দিন রাতের পিঙ্ক বলের টেস্টও আছে দ্বিতীয়টা। তাই এখন ভালো খেলার লক্ষ্যে আছি।'