রান না পেলেই বিস্ময়কর হয়ে ওঠেন স্টিভ স্মিথ, নিজেকেই করেন শারীরিক নির্যাতন

  • খারাপ পারফর্ম করলে নিজেকে নিজে হাতে শাস্তি দেন স্টিভ স্মিথ
  • রান না পেলেই শারীরিক ভাবে নিজেকে শাস্তি দেন অজি ব্যাটসম্যান
  • জিমে গিয়ে শারীরিক পরিশ্রম করেন স্টিভ স্মিথ
  • রান করলে ও ভালো খেললে নিজেকে চকলেট দেন স্মিথ
Anirban Sinha Roy | Published : Nov 27, 2019 7:54 AM IST / Updated: Nov 27 2019, 03:56 PM IST

কিছু মাস আগেও বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। তবে এক বছর নির্বাসিত থাকলেও পারফরম্যান্সে সেভাবে প্রভাব পরেনি স্মিথের। উপরন্ত আরও ভালো ফর্ম নিয়েই খেলছেন তিনি। ১ বছর বাদে দলে ফিরে একদিনের ফরম্যাটের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও নিজেকে শীর্ষে রেখেছেন এই ব্যাটসম্যান। তবে কোনও ম্যাচে রান না পেলে ও খারাপ খেললে নিজেকে শাস্তি দেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। এমনটাই জানালেন স্টিভ স্মিথ। নিজেই নিজেকে শারিরিক ভাবে হেনস্থা করেন তিনি, এমনটাই জানালেন স্মিথ।

আরও পড়ুন, দু’টুকরো করলেন উইকেট, মাঠে ফেরার মরিয়া লড়াই জসপ্রীত বুমরার

Latest Videos

রবিবার থেকে গাব্বায় পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। আর তার আগেই প্রস্তুতি সারছে অজি দল। আর সেই সিরিজের আগে নিজেকে নিয়ে খোলসা করলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি বলেন, 'আমি যখনই রান পাই না তখনই নিজের ওপর অত্যাচার করি। নিজেকে শাস্তি দিয়ে থাকি। জিমে গিয়ে হোক বা অন্যরকম ভাবে নিজের ওপর শারিরিক ভাবে শাস্তি দিয়ে থাকি। যাতে আগামী ম্যাচে নিজেকে বদলে ফের মাঠে ভালো পারফর্ম করতে পারি।'

আরও পড়ুন, অস্ট্রেলিয়ায় ভারত-পাক মৈত্রী, পাক ক্রিকেটার ও ভারতীয় ট্যাক্সি চালকের গল্প ভাইরাল

নিজেকে শাস্তি দেওয়ার পাশাপাশি ভালো খেললেও স্মিথ নিজেকে চকলেট দেন বলে জানিয়েছেন তিনি নিজেই। স্মিথ বলেন, 'আমি যেমন ভাবে নিজেকে খারাপ খেলার পর শাস্তি দি। একই ভাবে আমি ভালো খেললে নিজেকে চকলেট উপহার দিয়ে থাকি। এটা পুরোপুরি নিজের জন্য থাকি আমি। সামনে পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ। একই সঙ্গে দিন রাতের পিঙ্ক বলের টেস্টও আছে দ্বিতীয়টা। তাই এখন ভালো খেলার লক্ষ্যে আছি।'

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News