করোনার থাবায় স্তব্ধ ক্রীড়া বিশ্ব, চলছে শুধু 'খেলা ভাঙার খেলা'

  • করোনা ভাইরাসের জেরে স্তব্ধ খেল বিশ্ব
  • ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফ বাদ নেই কোনও কিছুই
  • বাতিল ও স্থগিত বিশ্বের নাম করা টুর্নামেন্ট ও লিগগুলি
  • আক্রান্ত একাধিক প্লেয়ার ও তাদের পরিজনরা
     

করোনা ভাইরাস আতঙ্কে ত্রস্ত গোটা বিশ্ব। দ্রুত গতিতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মারণ ভাইরাসের জেরে স্তব্ধ খেল দুনিয়াও। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছেন ক্রীড়া তারকারা। ক্রিকেট, ফুটবল, টেনিস, অলিম্পিকস থেকে শুরু করে রাগবি, গলফ, করোনা থাবা গ্রাস করেছে প্রতিটি ক্রীড়া ক্ষেত্রেকে। এক ঝলকে দেখে নেওয়া যাক খেল জগতে কীভাবে নিজের প্রকোপ বিস্তার করেছে করোনা ভাইরাস।

ফুটবল

Latest Videos

* ইংল্যান্ডে ইপিএল সহ পুরুষ ও মহিলাদের সব রকম ঘোরায়া ফুটবল লিগ আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরিবর্তী সিদ্ধান্ত।

* স্প্যানিশ লা লিগায় প্রথমে সব ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পরিস্থিতি বিচার করে সব ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়ছে।

* ইতালি ,স্পেন সহ যেভাবে ইউরোপের একাধিক দেশে থাবা বসিয়েছে করোনা তাতে নিজেদের সব রকম টুর্নামেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। বন্ধ চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ। 

* করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আপাতত দর্শকশূন্য স্টেডিয়ামে চলছে জার্মানির বুন্দেশ লিগার ম্যাচ। ম্যাচ স্থগিত রাখার বিষয়েও কথা চলছে।

* চিন, জাপান, ইরান, ভারত সহ এশিয়ার একাধিক দেশে করোনার আতঙ্কে ত্রস্ত। বন্ধ রাখা হয়েছে সমস্ত রকম ফুটবল লিগ। বন্ধ এশিয়ান চ্যাম্পিয়নস লিগও।

* ভিয়েতনাম, বুলগেরিয়া, রোমানিয়া, পর্তুগাল, পোল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক, আমেরিকায় ফুটবল লিগ বন্ধ।

* ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এশিয়া-সহ বিভিন্ন বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের সব ম্যাচ স্থগিত। 

* ফরাসি ফুটবল ফেডারেশনের অধীনে সমস্ত খেলা বন্ধ। এমবাপের পরীক্ষা, কিন্তু ফল নেতিবাচক। 

* করোনায় আক্রান্ত  একাধিক ফুটবলার ও কোচ।  আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা।, জুভেন্টাসের প্লেয়ার ড্যানিয়েল রুগানি ও পাওলো দিবালা, চেলসির উইঙ্গার ক্যালাম হাডসন-ওডোই , ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডির পরিবারের এক সদস্যের করোনা রিপোর্ট পজেটিভ।

আরও পড়ুনঃ করোনা আতঙ্কের জেরে বাতিল হলো ভারত এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ


ক্রিকেট

* ২৯ মার্চ আইপএল  শুরু হওয়ার কথা থাকলেও, আপাতত তা ১৫ এপ্রল পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে। ১৫ এপ্রিলের পর পরিস্থিতি খতিয়ে দেখে নেওয়া হবে পরিবর্তী সিদ্ধান্ত।

* ভারত বনাম দক্ষিণ আফ্রিকার শেষ দুটি একদিনের ম্যাচ বাতিল করা হয়েছে। যদিও প্রথমে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ করার কথা ছিল।

* শ্রীলঙ্কা সফরের জন্য প্রথমে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড দল। পরে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। 

* অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের বাকি ম্যাচ হবে দর্শকশূণ্য স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার পেস বোলার কেন রিচার্ডসনের নমুনা পরীক্ষা হলেও তা নেগেটিভ।

* ২২ মার্চ থেকে শুরু অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর আপাতত স্থগিত। 

* পাকিস্তান ক্রিকেট লিগ দর্শকশূন্য স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তবে বিদেশি ক্রিকেটারেরা থাকছেন না। 


টেনিস 

* বন্ধ ক্যালিফোর্নিয়া, মাায়ামি ওপেন, ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি পারিবা ওপেন।   ডেভিস কাপ, এটিপি, ডব্লিউটিএ পরিচালিত প্রায় সব ম্যাচ আপাতত বাতিল।

* ফেড কাপ ফাইনাল্‌স, প্লে-অফ স্থগিত। এশিয়া-ওশেনিয়া গ্রুপের ম্যাচ চিন থেকে দুবাইয়ে স্থানান্তরিত। তবে ভবিষ্যৎ অনিশ্চিত। 

* এটিপি চ্যালেঞ্জারের সব ম্যাচ হয় বাতিল নয় আপাতত স্থগিত। 

আরও পড়ুনঃ ঝুলে রইল কলকাতা ডার্বির ভবিষ্যৎ, পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর


ব্যাডমিন্টন

* চিন মাস্টার্স সহ বিশ্ব জুড়ে প্রায় পাঁচটি টুর্নামেন্ট আপাতত স্থগিত রাখা হয়েছে। 

* অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্ট চললেও, নিরাপত্তার কথা ভেবে প্রশ্ন তুলেছেন প্লেয়াররা।


শুটিং

* মার্চ মাসে শুটিং বিশ্বকাপ হওয়ার কথা ছিল দিল্লিতে। আপাতত তা পিছিয়ে মে-জুনে নিয়ে যাওয়া হয়েছে।

* বাতিল করা হয়েছে টোকিও অলিম্পিকের টেস্ট ইভেন্ট


জিমন্যাস্টিক্স

* মার্চ থেকে জুনে পিছিয়ে দেওয়া হয়েছে দোহায় আয়োজিত আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের বিশ্বকাপ 

* ২০-২২ মার্চ জার্মানিতে বাতিল অলরাউন্ড বিশ্বকাপ, এপ্রিলের শুরুতে ইটালিতে রিদমিক বিশ্বকাপ বাতিল

এপ্রিলের শুরুতে টোকিয়োতে আর একটি অলরাউন্ড বিশ্বকাপ বন্ধ, ইটালিতে ট্রাম্পোলিন বিশ্বকাপ বাতিল


টেবল টেনিস

* পিছিয়ে গিয়েছে দক্ষিণ কোরিয়ার বুসানে মে-জুনে বিশ্ব টিম চ্যাম্পিয়নশিপ

* ২১-২৬ এপ্রিল জাপান ওপেন বাতিল, ১৬-২১ জুন বুসানে দক্ষিণ কোরিয়া ওপেন বাতিল, ২৩-২৮ জুন অস্ট্রেলীয় ওপেন বন্ধ। 


বক্সিং

* এশিয়া-ওশেনিয়া অলিম্পিক কোয়ালিফায়ার চিন থেকে সরিয়ে জর্ডানে নিয়ে যাওয়া হয়েছে। 

* বুয়েনস আইরেসে আমেরিকার অলিম্পিক কোয়ালিফায়ার বাতিল।

* ১৭-২০ জুন জার্মানির কোলনে বিশ্বকাপ বাতিল।


সাঁতার

* করোনার কারনে কাজাখস্তানে এশিয়ান ওয়াটারপোলো চ্যাম্পিয়নশিপ বন্ধ, মাদ্রিদে ডাইভিং গ্রঁ প্রি বন্ধ।

* ২৫-২৯ মার্চ আর্জেন্টিনার বুয়েনস আইরেসে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ বাতিল, ১৭-২১ ইটালিতে অলিম্পিক্স ট্রায়াল বাতিল। 

* চিনে অলিম্পিক্সের ট্রায়াল পিছিয়ে দেওয়া হয়েছে মে পর্যন্ত, পিছিয়ে দেওয়া হয়েছে ডারবানে আফ্রিকান চ্যাম্পিয়নশিপ। 


ভারোত্তোলন

* উজবেকিস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ বাতিল,পিছিয়ে দেওয়া হয়েছে সোলে ইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপ । 

* রোমানিয়া, বুখারেস্টে জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপ বাতিল, আফ্রিকান চ্যাম্পিয়নশিপ, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ স্থগিত। 

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা, স্থগিত ইপিএলের সব ম্যাচ


ট্রায়াথলন 

* ৭ মার্চ থেকে আবু ধাবি ওয়ার্ল্ড সিরিজ পিছিয়ে দেওয়া হচ্ছে, ২২ মার্চ থেকে স্থগিত বিশ্বকাপ । একাধিক বিশ্বকাপ ইভেন্ট স্থগিত।

* অলিম্পিক্সের মিক্সড রিলে কোয়ালিফায়ার চিন থেকে স্পেনের ভ্যালেন্সিয়ায় স্থানান্তরিত। চিন থেকে বাতিল করা হয়েছে এশিয়ান কাপও।


রেসিং

* করোনার আতঙ্কের কারণে অস্ট্রেলিয়া, বাহরিন, চিন তিনটি দেশে ফর্মুলা- ওয়ান বাতিল।


বাস্কেটবল

* এনবিএ ১১ মার্চ থেকে বন্ধ, সারা বিশ্বে অন্তত ১১টি প্রধান ইভেন্ট স্থগিত অথবা বাতিল। 

 
গল্‌ফ

* ইউ এস পিজিএ ট্যুর-সহ প্রায় সব আন্তর্জাতিক টুর্নামেন্ট স্থগিত। 

* ১৯-২২ মার্চ নয়াদিল্লিতে ইন্ডিয়ান ওপেন আপাতত স্থগিত। 


ওপরের পরিসংখ্যান থেকেই স্পষ্ট বিশ্ব খেল জগতে কতটা প্রভাব ফেলেছে করোনা ভাইরাস আতঙ্ক।  দিন যত এগোচ্ছে ততই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি।  কোন পথে সমস্যার সমাধান উত্তর অজানা। করোনা ভাইরাসের  জেরে বিশ্বজুড়ে চলছে খেলা ভাঙার খেলা।
 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News