Manika Batra: 'হোটেলে ঘরে ঢুকে প্রস্তাব' কোচের বিরুদ্ধে বিস্ফোরক টোকিও অলিম্পিক্স তারকা মণিকা বাত্রা

  • ভারতীয় টেনিস দলের কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ।
  • অভিযোগ তুলেছেন টোকিও অলিম্পিক্স তারকা মণিকা বাত্রা।
  • মণিকার অভিযোগে অবাক বাংলার টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব শর্মি সেনগুপ্ত।
  • ভারতীয় টেবিল টেনিস ফেডারেশন শোকজ মণিকাকে।

টোকিও অলিম্পিক্স থেকে ফিরে ভারতীয় টেনিস দলের কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন টোকিও অলিম্পিক্স তারকা মণিকা বাত্রা। নিজের অ্যাকাডেমির ছাত্রীকে সুবিধা করে দিতে না কি হোটেলে মণিকার ঘরে এসেছিলেন সৌম্যদীপ। মণিকার এই অভিযোগ আবার করেছে বাংলার টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব শর্মি সেনগুপ্তকে। 

Latest Videos

আরও পড়ুন-মাঠের বাইরেও বিরাট জনপ্রিয়তা, ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ার ছাড়াল ১৫০ মিলিয়ন

সৌম্যদীপের বিরুদ্ধে এই ধরণের ঘৃণ্য অভিযোগ মেনে নিতে নারাজ বাংলার টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব শর্মি সেনগুপ্ত। তিনি বলছিলেন, ‘‌সৌম্যদীপ ৪ বছর ধরে এত ভালো কাজ করছে। ওকে আমি দীর্ঘদিন ধরে চিনি। সৌম্যদীপ এই ধরণের বোকামি করতে পারে বলে আমার মনে হয় না। এটা এখন সর্বভারতীয় টেবিল টেনিস ফেডারেশনের বিচারাধীন বিষয়। সঠিক তদন্ত করে আসল তথ্য ঠিক বার করা হবে।’

আরও পড়ুন-Tokyo Paralympics 2020- ভারতীয় প্রতিযোগীদের অনবদ্য পারফরম্যান্স, পিস্তল শ্যুটিং ফের এল সোনা ও রুপোর পদক

শুধু সৌম্যদীপ নয় মণিকা প্রসঙ্গেও শর্মী সেনগুপ্ত বলেছেন 'মণিকাকেও দীর্ঘদিন ধরে চিনি। খুবই ভালো মেয়ে। নিজের খেলা নিয়ে এতটাই মগ্ন থাকে, অন্য বিষয়ে মাথা ঘামায় না। মোবাইল পর্যন্ত নিজের কাছে রাখে না। খেলার প্রতি এতটাই ডেডিকেটেড থাকে, সেই মেয়ে এই ধরণের অভিযোগ কেন করছে এটা সত্যিই ভাববার বিষয়।' 

আরও পড়ুন-আগামী সপ্তাহে টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই, তার আগেই দেখে নিন সম্ভাব্য় ১৫ জনের তালিকা

ভারতীয় টেবিল টেনিস ফেডারেশন যে শোকজ করেছিল তার উত্তরেই মণিকা বলেছেন 'মার্চ মাসে দোহায় চলছিল টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন ম্যাচ। সেখানেই হোটেলে আমার ঘরে এসে ম্যাচ ছাড়ার প্রস্তাব নিয়ে আসেন সৌম্যদীপ রায়।' আমি সেই প্রস্তাব সঙ্গেসঙ্গে ফিরিয়ে দিই কারণ এই ধরণের কাজ আমার কাছে ম্যাচ ফিক্সিংয়ের সমান। এই ঘটনার যথাযথ প্রমাণ ও আমার কাছে আছে।  প্রয়োজনে যথা সময়ে আমি তা পেশ করতে পারি '

আরও পড়ুন-উন্মুক্ত উরু থেকে ক্লিভেজ, একাধিক হট পোজে ফের ট্রোলড শামি পত্নী হাসিন, দেখুন ছবি

তবে এই নিয়ে এখন ও মুখ খোলেন নি সৌম্যদীপ। এত বড়ো গুরুতর অভিযোগ করার পরে ও সৌম্যদীপ কেন চুপ তা নিয়েই তৈরী হচ্ছে রহস্য। বর্তমানে সৌম্যদীপের উত্তরের জন্যই অপেক্ষা করা হচ্ছে।  সৌম্যদীপের উত্তর এলেই পরবর্তী পদক্ষেপ করবে ফেডারেশন। 

আরও দেখুন-স্বপ্নপূরণের অপর নাম 'সৃষ্টি', ভাঙা কাপে রোমের কলেসিয়াম তুলে ধরে রেকর্ড বুকে নাম তুললেন বঙ্গ তনয়া

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar