অনেক প্রত্যাশার পর এসেছিল মাত্র দুটি পদক, জানুন রিও অলিম্পিক্সে কেমন ছিল ভারতের পারফরমেন্স

রিও অলিম্পিক্স ২০১৬-তে মাত্র দুটি পদক জিতেছিল ভারত। ব্যাডমিন্টনে রূপো জিতেছিলেন পিভি সিন্ধু ও কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছিলেন সাক্ষী মালিক। টোকিও অলিম্পিক্স শুরুর আগে জেনে নিন রিও অলিম্পিক্সে ভারতের পারফমেন্স। 
 

Sudip Paul | Published : Jul 19, 2021 7:15 AM IST

২০১৬  সালে ৫ থেকে ২১ অগাস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক্স। আয়োজক দেশ ছিল ব্রাজিল। রিও ডি জেনেরিওতে বসেছিল বিশ্বের সব থেকে বড় স্পোর্টিং ইভেন্টের আসর। রিও অলিম্পিক্সে মোট ৬৫ জন পুরুষ, ৫৪ জন মহিলা, ভারতের হয়ে মোট ১১৯ জন প্রতিযোগি ৬৬টি ইভেন্টে অংশ নিয়েছিলেন। কিন্তু অনেক আশা থাকলেও রিও অলিম্পিক্সে হতাশ করেছিল ভারতীয় অ্যাথলিটরা। মাত্র ২টি পদক জিতেছিল ভারত। ব্যাডমিন্টনে রূপো জিতেছিলেন পিভি সিন্ধু ও কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছিলেন সাক্ষী মালিক।

আরও পড়ুনঃনরম্যান প্রিচার্ড থেকে পিভি সিন্ধু, জানুন অলিম্পিক্সে ভারতের পদক জয়ের ইতিহাস

রিও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক জিতেছিলেন কুস্তিগির সাক্ষী মালিক। দীর্ঘ অপেক্ষার পর পদক জয়ের খাতা খুলেছিলেন হরিয়ানা রোহতাকের মেয়ে সাক্ষী। শুধু তাই নয় প্রথম মহিলা কুস্তিগির হিসেব ব্রোঞ্জ জিতেছিলেন সাক্ষী মালিক ৷  কিরঘিজস্তানের প্রতিযোগী টিনিবেকোভাকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিৎ করেছিলেন সাক্ষী। কিন্তু প্রথমে ০-৫ পয়েন্টে পিছিয়ে ছিলেন সাক্ষী ৷ কিন্তু শেষ ৩০ মিনিটে সাক্ষীর ওস্তাদের মারে পদক আসে ভারতের ঝুলিতে ৷ 

আরও পড়ুনঃটিভি চ্যানেলে থেকে অনলাইন সম্প্রচার, জেনে নিন কোথায় দেখবেন টোকিও ২০২০ অলিম্পিক্সের সব খেলা

রিও অলিম্পিকে সোনা জয়ের আশা জাগিয়েও একটুর জন্য তা হাতছাড়া হয়েছিল পিভি সিন্ধুর। তবে অলিম্পিক্সের মঞ্চে প্রথম ভারতীয় মহিলা হিসেবে রূপো জিতে ইতিহাস তৈরি করেছিলেন পিভি সিন্ধু। প্রথম অলিম্পিকেই সেমিফাইনালে জাপানের তোকোহারাকে হারিয়ে নিজের রূপোর পদক পাকা করে ইতিহাস সৃষ্টি করেছিলেন সিন্ধু। তবে ফাইনালে সেই সময় বিশ্বের পয়লা নম্বর ব্যাডমিন্টন তারকা ক্যারোলিনা মারিনকে যেভাবে লড়াই দিয়েছিলেন সিন্ধু তা কুর্নিশ যোগ্য। প্রথম সেটে ২১-১৯ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেটে কিছুটা পিছিয়ে পরে ২১-১২ পয়েন্টে হেরে যান সিন্ধু। শেষ সেটে ২১-১৫ পয়েন্টে হেরে রুপো পদক জিতছিলেন সিন্ধু। তবে 'রূপোলি' রূপোলি সিন্ধুর কৃতিত্ব গর্বিত করেছিল গোটা দেশকে।

আরও পড়ুনঃকোন বিভাগে কখন খেলা, জেনে নিন টোকিও অলিম্পিক্সে ভারতীয় দলের সম্পূর্ণ সূচি

সামনে আরও একটি লিম্পিক। এবার অলিম্পিকের ইতিহাসে সবথেকে বড় দল পাঠিয়েছে ভারত। ইতিমধ্য়ে টোকিওতে পা রেখে শেষ মুহূর্তের অনুশীলনও শুরু করে দিয়েছে ভারতীয় অ্যাথলিটরা। পদক জয়ের দিকে এবার নজির গড়তে বদ্ধপরিকর গোটা দেশ। এখনও পর্যন্ত অলিম্পিকের ইতিহাসে পদক জয়ে দুই সংখ্যায় পৌছতে পারেনি ভারত। এবার সেই সব রেকর্ড ভেঙে ভারতীয় দলের নতুন ইতিহাস সৃষ্টির বিষয়ে আত্মবিশ্বাসী গোটা দেশ।

Share this article
click me!