ফের করোনার কোপ ক্রীড়া বিশ্বে, পিছিয়ে গেল ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

  • করোনা পরোক্ষ প্রভাবে পিছিয়ে গেল ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ
  • ২০২১ সালে ৬ অগাস্ট থেকে শুরুর কথা ছিল প্রতিযোগিতার
  • কিন্তু সেই সময় অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক
  • সেই কারণেই ২০২২ সালে ১৫ জুলাই থেকে শুরু হবে প্রতিযোগিতা
     

ফের করোনা কোপে স্থগিত হয়ে গেল আরও একটি বিশ্ব মানের ক্রীড়া প্রতিযোগিতা। যদিও এই প্রতিযোগিতা ছিল ২০২১ সালে। কিন্তু তা সত্ত্বেও করোনা প্রত্যক্ষ না হোক পরোক্ষ প্রভাবে স্থগিত হয়ে গেল প্রতিযোগিতাটি। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিককে জায়গা দিতে এক বছর পিছিয়ে দেওয়া হল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপও। ২০২০-র ২৪ জুলাই জাপানের রাজধানী টোকিও-তে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক। করোনা ভাইরাসের জন্য তা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, ২০২১-র ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। ২০২১-র ৬ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ১৫ অগাস্ট পর্যন্ত তা চলার কথা ছিল। কিন্তু অলিম্পিক এক বছর পিছিয়ে যাওয়ায়, ওই সময়ই তা অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতাকে জায়গা করে দিতে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপও।

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় ফের ৩১০০ কেজি চাল বিতরন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Latest Videos

এক বিবৃতির মাধ্যমে চ্যাম্পিয়নশিপের নয়া দিনক্ষণ ঘোষণা করল বিশ্ব অ্যাথলেটিক্সের গভর্নিং বডি। ২০২১ সালের ৬ অগাস্টের পরিবর্তে ২০২২ সালের ১৫ জুলাই শুরু হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। শেষ হবে ২৪ জুলাই। চ্যাম্পিয়নশিপের নয়া দিনক্ষণ ঘোষণার ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে ২০২২ কমনওয়েলথ গেমসের বিষয়টিও। যুক্তরাজ্যের বার্মিংহ্যাম শহরে ওই বছরের ২৭ জুলাই বসবে কমনওয়েলথ গেমসের আসর। এছাড়াও ওই বছরেই মিউনিখে অনুষ্ঠিত হওয়ার কথা ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ, সমস্ত দিক মাথায় রেখেই ঘোষিত হয়েছে নয়া দিনক্ষণ। জানিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্সের গভর্নিং বডি। সংস্থার সভাপতি সেবাস্তিয়ান কো জানিয়েছেন, ‘২০২২ সাল বিশ্ব অ্যাথলেটিক্স অনুরাগীদের জন্য একটা বোনাঞ্জা হয়ে ধরা দিতে চলেছে। সবমিলিয়ে টানা ছ’সপ্তাহ বিশ্বমানের অ্যাথলেটিক্সের স্বাদ চেটেপুটে নেওয়ার সুযোগ অনুরাগীদের জন্য।’

আরও পড়ুনঃবিরাট কোহলিকে পিছনে ফেলে উইজডেন ক্রিকেটার্স অ্যালমনাকের ২০২০-র সেরা ক্রিকেটার হলেন বেন স্টোকস

আরও পড়ুনঃবাংলাদেশে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে যথাসাধ্য লড়াই চালাচ্ছেন 'বেঙ্গল টাইগার্সরা'

প্রতিযোগিতা পিছিয়ে যাওয়াকে স্বাভাবিক বলেই মেনে নিচ্ছেন অ্যাথলিটরা। কিন্তু একই সময় দুটি প্রতিযোগিতা হওয়া সম্ভব নয় তাও মানছেন ক্রীড়াবিদরা। আর একইসময়ে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণও সম্ভব নয়। তাই এক বছর পিছিয়ে যাওয়ায় কলেরই সুবিধা হবে বলে মনে করছেন অ্যাথলিট

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata