করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পুলেল্লা গোপীচাঁদ,পঙ্কজ আডবাণী,ধনরাজ পিল্লাই

Published : Apr 07, 2020, 06:22 PM ISTUpdated : Apr 07, 2020, 06:32 PM IST
করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন  পুলেল্লা গোপীচাঁদ,পঙ্কজ আডবাণী,ধনরাজ পিল্লাই

সংক্ষিপ্ত

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন আরও বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্ব ২৬ লক্ষ টাকা অনুদান দিলেন  প্রাক্তন ব্যাডমিন্টন তারকা পুল্লেলা গোপীচাঁদ বিলিয়ার্ডস তারকা পঙ্কজ আডবাণী অনুদান  দিয়েছেন ৫ লক্ষ টাকা ভারতীয় হকির প্রাক্তন অধিনায়ক ধনরাজ পিল্লাই দিয়েছেন ৫ লক্ষ টাকা  

দেশ জুড়ে লড়াইয়ে নেমেছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। ইতিমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে করোনা মোকাবিলায় দেশবাসীকে এগিয়ে এসে পিএম কেয়ার্স ফাণ্ডে অনুদানের আহ্বানও জানিয়েছেন নমো। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিত্বরা। লড়াই এগিয়ে এসছেন অসংখ্য ক্রীড়াবিদরা। শুধু কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকারের তহবিলেও যথাসাধ্য অনুদান দিচ্ছেন সকলে। এবার করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা ও পি ভি সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচাঁদ।

আরও পড়ুনঃমেসির ব্যক্তিগত জীবনের কিছু মূহুর্ত, যা বরাবর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন গোপীচাঁদ মোট ২৬ লক্ষ টাকা দান করলেন করোনা বিরুদ্ধে মোকাবিলায়। তিন ভাগে এই টাকা দান করেছেন  পি ভি সিন্ধুর কোচ।  কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ১১ লক্ষ টাকা দান করেছেন গোপী। ১০ লক্ষ টাকা দিয়েছেন তেলঙ্গনার ত্রাণ তহবিলে। পাঁচ লক্ষ টাকা তাঁর অনুদান অন্ধ্রপ্রদেশ সরকারের ত্রাণ তহবিলে। অনুদান প্রসঙ্গে একটি ট্যুইটও করেছেন পুলেল্লা গোপীচাঁদ। ট্য়ুইটে তিনি লিখেছেন, “তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ সরকারের পাশাপাশি কেন্দ্রীয় ত্রাণ তহবিলেও দান করেছি। করোনার বিরুদ্ধে এই লড়াই প্রত্যেকের। এ ভাবেই এগিয়ে যেতে হবে।” 

আরও পড়ুনঃআইপিএলের জন্য ভারতীয় ক্রিকেচারদের স্লেজিং করতে ভয় পান অজি ক্রিকেটাররা, বিস্ফোরক দাবি ক্লার্কের

আরও পড়ুনঃগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে ফিফা,পরিস্থিতি অনুযায়ী চলতি মরসুম এগোতে বা পেছোতে পারবে ফুটবল সংস্থাগুলি

শুধু গোপাচাঁদই নয়, করোনা যুদ্ধে সামিল হতে এগিয়ে এসেছেন আরও একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। বিলিয়ার্ডস তারকা পঙ্কজ আডবাণী  দিয়েছেন ৫ লক্ষ টাকা। ব্যাডমিন্টন তারকা পারুপল্লি কাশ্যপ দিয়েছেন তিন লক্ষ টাকা। ভারতীয় হকির প্রাক্তন অধিনায়ক ধনরাজ পিল্লাই দিয়েছেন ৫ লক্ষ টাকা। ইতমধ্যেই ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১২০ জনেরও বেশি লোকের। পরিস্থিতি মোকাবিলায় অনুদানের পাশাপাশি দেশবাসীকে এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তাও দিয়েছেন এই এই সকল ক্রীড়াবিদরা।
 

PREV
click me!

Recommended Stories

Messi Kolkata : এটাই মেসি ম্যাজিক! হনিমুনে না গিয়ে মেসিকে দেখতে লাইনে দাঁড়িয়ে গৃহবধূ!
Messi in Kolkata: শুক্রবার মধ্যরাতে কলকাতায় পৌঁছলেন 'এলএম১০', শহর জুড়ে উত্তেজনা তুঙ্গে