বিশ্বজয় ভারতের, ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে কুস্তিগীর প্রিয়া মালিকের সোনার মেডেল

হাঙ্গেরিতে আন্তর্জাতিক মঞ্চে দেশকে সোনা এনে দিলেন কুস্তিগীর প্রিয়া মালিক। বেলারুশের সেনিয়া পতপোভিচকে প্রিয়া মালিক হারিয়ে সোনা পেলেন

দেশকে গর্বিত করছে ভারতের মেয়েরা। এবার কুস্তিতে সোনা (gold) পেল ভারত। হাঙ্গেরিতে আন্তর্জাতিক মঞ্চে দেশকে সোনা এনে দিলেন কুস্তিগীর প্রিয়া মালিক (Wrestler Priya Malik)। ভারোত্তলক মীরাবাঈ চানুর (Mirabai Chanu) রূপোর মেডেলের (silver) পর এবার সোনা পেলেন প্রিয়া মালিক। 

আন্তর্জাতিক মঞ্চে জয়জয়কার ভারতের। ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনার মেডেল পেলেন প্রিয়া মালিক। ৭৩ কেজি বিভাগে সোনা পেয়েছেন হরিয়ানার এই কন্যা। বুদাপেস্টের ক্যাডেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর হাত ধরে নামোজ্জ্বল হল ভারতের। সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে তাঁর শুভেচ্ছা বার্তায়। 

বেলারুশের সেনিয়া পতপোভিচকে প্রিয়া মালিক হারিয়ে সোনা পেলেন। ৫-০ ব্যবধান ছিল দুই কুস্তিগীরের। 

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র