উত্তরপ্রদেশ থেকেই ১০ জন পেলেন পদ্ম সম্মান, দেখে নিন সম্মানপ্রাপকদের তালিকা

Published : Jan 26, 2025, 03:38 PM IST
উত্তরপ্রদেশ থেকেই ১০ জন পেলেন পদ্ম সম্মান, দেখে নিন সম্মানপ্রাপকদের তালিকা

সংক্ষিপ্ত

গণতন্ত্র দিবসের পূর্বসন্ধ্যায় উত্তরপ্রদেশের ১০ জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এর মধ্যে দুজন পদ্ম ভূষণ এবং আটজন পদ্মশ্রী পেয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

গণতন্ত্র দিবসের পূর্বসন্ধ্যায় ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে, যাতে উত্তরপ্রদেশের ১০ জন প্রতিভাবান ব্যক্তিত্বকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বিভূতিদের অভিনন্দন জানিয়ে একে রাজ্যের জন্য গর্বের মুহূর্ত বলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

পদ্ম ভূষণ সম্মান পেলেন যাঁরা

উত্তরপ্রদেশ থেকে দুইজন ব্যক্তিত্বকে পদ্ম ভূষণে সম্মানিত করা হয়েছে। এর মধ্যে রাম বাহাদুর রায়কে সাংবাদিকতা এবং সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পদ্ম ভূষণে ভূষিত করা হয়েছে। অন্যদিকে সাধবী ঋতম্ভরাকে সমাজসেবায় তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয়েছে।

পদ্মশ্রী সম্মান পেলেন যাঁরা

এছাড়া রাজ্যের আটজনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে আশুতোষ শর্মাকে বিজ্ঞান ও প্রকৌশল, গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়, সৈয়দ আইনুল হাসান এবং হৃদয় নারায়ণ দীক্ষিতকে সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রে তাঁদের অসামান্য অবদানের জন্য পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে। একইভাবে নারায়ণ (ভুলাই ভাই)-কে জনসেবায় তাঁর অবদানের জন্য মরণোত্তর এই সম্মানে ভূষিত করা হয়েছে। অন্যদিকে সত্যপাল সিংকে খেলার ক্ষেত্রে, শ্যাম বিহারী আগরওয়ালাকে শিল্পকলায় এবং সোনিয়া নিত্যানন্দকে চিকিৎসার ক্ষেত্রে তাঁদের অবদানের জন্য পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী সবাইকে অভিনন্দন জানিয়েছেন

মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের নাম উল্লেখ করে লিখেছেন, "আপনারা সকলে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের বিশিষ্ট ও অসাধারণ অবদানের মাধ্যমে জাতীয়-আন্তর্জাতিক স্তরে উত্তরপ্রদেশকে গৌরবান্বিত করেছেন। আপনাদের সকলের অসামান্য কাজ এবং অটুট লক্ষ্য অগণিত মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। উত্তরপ্রদেশ আপনাদের সকলের উপর গর্বিত।" তিনি নারায়ণ 'ভুলাই ভাই'-কে মরণোত্তর পদ্মশ্রী সম্মান পাওয়ায় তাঁর পরিবারকে অভিনন্দন জানিয়েছেন।

PREV
click me!

Recommended Stories

যোগী সরকারের দুর্দান্ত সাহায্য, 'মৌমাছিওয়ালা' পেল আন্তর্জাতিক স্বীকৃতি
উত্তরপ্রদেশের বাচ্চাদের জন্য সুখবর, প্রতি জেলায় স্টেডিয়াম, ব্লকে মিনি স্টেডিয়াম