Uttar Pradesh Sir Update News: এবার বাংলার দেখানো পথেই যোগী রাজ্যে এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সংশোধনের শুনানিতে একগুচ্ছ পদক্ষেপ উত্তর প্রদেশে। সেখানেও এসআইআর-ভোটার শুনানি নিয়ে নতুন নির্দেশিকা দিলো নির্বাচন কমিশন।। জানুন আরও বিশদে…
বাংলার মতো একই নিয়ম এবার চালু হল যোগী রাজ্য উত্তর প্রদেশে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকায় আগেই বলা হয়েছিল কোনও ভোটার না চাইলে বা সশরীরে হাজিরা দিতে অক্ষম হলে তার প্রতিনিধি হিসেবে অন্য কেউ ভোটার শুনানিতে হাজিরা দিতে পারবে। এতদিন পর্যন্ত এই নিয়ম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চালু থাকলেও এবার উত্তর প্রদেশেও জারি হচ্ছে একই নিয়ম। ফলে কোনও ভোটার না চাইলে শুনানিতে হাজিরা দিতে নির্বাচন কমিশনের দফতর বা বিডিও অফিসে যাওয়া লাগবে না। তার বদলে অন্য কেউ যেতে পারবেন বা উপস্থিত থাকতে পারবেন।
25
কী বলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশিকা?
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশিকায় আগেই বলা হয়েছিল যে, কোনও ভোটার চাইলে নিজেদের অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নথি বা আপত্তি জমা দিতে পারবেন। তবে এই প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট হতে হবে। এবং তার জন্য স্বাক্ষর বা আঙুলের ছাপযুক্ত একটি অনুমতি পত্র লাগবে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মামলায় ধাক্কা খাওয়ার পর এবার উত্তর প্রদেশের ক্ষেত্রে একই নিয়ম জারি করল কমিশন।
35
কী নিয়ম প্রযোজ্য উত্তরপ্রদেশে
এই বিষয়ে উত্তর প্রদেশের সিইও নবদীপ রিনওয়া শুক্রবারই জানান যে, অনেক ভোটারই কোনও সমস্য়ার কারণে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে পারছেন না। ফলে তাদের সমস্যার কথা মাথায় রেখে শুনানি প্রক্রিয়ায় ছাড় দেওয়া হয়েছে। এই বিষয়ে শুক্রবার উত্তর প্রদেশের সিইও দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
সূত্রের খবর, ভোটার শুনানিতে হাজিরা থাকার জন্য ভোটাররা চাইলেই যে কোনও প্রতিনিধিকে মনোনীত করতে পারেন। তবে তার জন্য সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে ভোটারের আঙুলের ছাপ বা অনুমতি পত্র থাকতে হবে। তবেই ওই ব্যক্তি এসআইআর ভোটার শুনানিতে থাকতে পারবেন। বা অংশগ্রহন করতে পারবেন।
55
আর কোন কোন রাজ্যে এই সিদ্ধান্ত গৃহীত?
সূত্রের খবর, পশ্চিমবঙ্গের থেকে শিক্ষা নিয়ে উত্তর প্রদেশের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হলেও আর কোনও রাজ্যের ক্ষেত্রেও এই নিয়ম জারি হতে চলেছে কীনা সেই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে সুপ্রিম নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশে চালু হলো একই নিয়ম।