AI-এর ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। Replit-এর CEO-র মতে, আগামী দুই বছরে ডেটা এন্ট্রি, কোয়ালিটি অ্যাসিউরান্সের মতো চাকরি বিলুপ্ত হতে পারে। এমনকি, অ্যাকাউন্ট্যান্ট ও আইনজীবীর মতো পেশাও ঝুঁকির মুখে পড়তে পারে।
ক্রমে AI বা Artificial Intelligence-র ওপর নির্ভরশীলতা বাড়ছে মানুষের। বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে আমরা AI বা Artificial Intelligence-র সাহায্য নিচ্ছি।
210
AI বা Artificial Intelligence- রোজকার জীবনের অঙ্গ হয়ে উঠেছে। হিসেবপত্র থেকে লেখালিখি এই সবের ক্ষেত্রে AI বা Artificial Intelligence-র ওপর ভরসা করছেন অনেকে।
310
তবে, AI বা Artificial Intelligence-র এই বাড়বাড়ন্ত চিন্তার ভাঁজ ফেলেছে সমাজের এক স্তরের মানিষের মনে। এবার আমেরিকার AI বা Artificial Intelligence সংস্থার Replit-র সিইও এই AI-র বাড়বাড়ন্ত নিয়ে সতর্ক করলেন।
তিনি জানান AI-র কারণে আগামী ২ বছরের মধ্যে কিছু চাকরি বিলুপ্ত হয়ে যেতে চলেছে। AI-র দৌলতে আর মানুষকে দরকার পড়বে না।
510
স্টিভেন বার্টলেটের পডকাস্টে আমজাদ জানান, ডেটা এন্ট্রি ক্লার্ক, কোয়ালিটি অ্যাসিউরান্স টেস্টার সহ সমস্ত কাজে কম্পিউটিরা বসে শুধু মাউস চালালে ও কিবোর্ড টাইপ করতে হয়ে থাকে। এই সকল কাজ এবার থেকে AI করতে পারবে।
610
স্টিভেন বার্টলেটের পডকাস্টে আমজাদ জানান, আগামী দিনে অ্যাকাউন্ট্যান্ট এবং আইনজীবীর মতো পেশার কদর থাকবে না।
710
যে সব কাজ ইনপুট ও আউটপুট, গোটাটাই ডিজিটাল মাধ্যম নির্ভর করে হবে। যেমন লেখালিখি, ডেটা প্রসেসিং, ভিজ্যুয়াল ডিজাইনিং-র কাজে হবে AI দিয়ে। বেতনভোগী লোকের প্রয়োজন পড়বে না।
810
আমজাদ জানান, হেলথকেয়ারেও প্রভাব পড়বে AI-র। চিনে ইতিমধ্যে AI নির্ভর হাসপাতাল খোলা হয়েছে। সেখানে ৩২ জন AI চিকিৎসক হিসেবে কাজ করে।
910
রোজ ১০ হাজার রোগী দেখতে পারে চিনের এই হাসপাতাল।
1010
বিশেষজ্ঞের মতে, যারা ডেস্ক ডব করেন তারা সতর্ক হন। তাদের চাকরি খেতে পারে AI। তেমনই AI-র প্রভাব পড়বে সমস্ত চাকরিজীবীদের ওপর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।