- Home
- West Bengal
- West Bengal News
- Big News: চাকরি হারাদের অনুদান দিচ্ছে মমতা সরকার! মাসে মিলবে ২৫ হাজার, সিদ্ধান্ত মন্ত্রিসভায়
Big News: চাকরি হারাদের অনুদান দিচ্ছে মমতা সরকার! মাসে মিলবে ২৫ হাজার, সিদ্ধান্ত মন্ত্রিসভায়
Special Scheme: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে গ্রুপ সি কর্মীরা ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীরা ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে।

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য নানান পদক্ষেপ নিয়েছে। চালু করেছে বহু প্রকল্প।
রাজ্যবাসীকে আর্থিক অনুদান দিতে বার্ধক্য় ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান প্রকল্প আছে।
রাজ্যবাসীকে আর্থিক ভাবে সাহায্য করতে মমতা সরকার সব সময়ই কোনও না কোনও পদক্ষেপ নিয়ে থাকে। এবার হল আরও এক বিরাট ঘোষণা।
চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি- দের সরকারিভাবে আর্থিক সহায়তা করার কথা ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানান, এই বিষয় শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি-র মাইনে পাচ্ছেন না যাঁরা, সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের জানিয়েছিলাম।
তিনি বলেন, আমরা একটা পলিসি তৈরি করেছি। এখানে পিল খেলে কিল দেয়। ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের অধীনে একটা স্কিমের অঘীমে ২০২৫ -এর ১ এপ্রিল থেকে গ্রুপ সি ২৫ হাজার এবং গ্রুপ ডি ২০ হাজার টাকা করে পাবে।
স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া ২৬ হাজার কর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এই তালিকায় শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীরাও আছে।
রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আদালত বলেথে, পুনর্বিবেচনার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি হারানো শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন।
কিন্তু, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এমন অনুমতি দেওয়া হয়নি। তাই মমতা সরকার নিল এই সিদ্ধান্ত।
জানা গিয়েছে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। তবে, এবার তাতে শিলমোহর পড়ল।

