অ্যামাজনের বড় বিভ্রাট, বন্ধ হল একাধিক অ্যাপ ও সাইট, রইল বিস্তারিত

Published : Oct 20, 2025, 05:05 PM IST
Amazon Web Services Outage

সংক্ষিপ্ত

অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এ একটি বড় বিভ্রাটের কারণে স্ন্যাপচ্যাট, ডুওলিঙ্গো-সহ একাধিক জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপ বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্যার ফলে বিভিন্ন পরিষেবা ব্যাহত হয় এবং অ্যামাজন পরিষেবা পুনরুদ্ধারের জন্য কাজ করছে। 

বিরাট বিভ্রাটের সম্মুখীন অ্যামাজন ওয়েব সার্ভিসেস। এর কারণে ক্ষতিগ্রস্ত হল স্ন্যাপচ্যাট, ডুওলিঙ্গো এবং অন্যান্য ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। এই বিভ্রাটের ফলে বিশ্বজুড়ে অনেক পরিষেবাতে সমস্যা দেখা গিয়েছে। অ্যামাজন এখন পরিষেবা পুনরুদ্ধারের জন্য কাজ করছে।

এখন প্রশ্ন হল কেন অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এ এমন সমস্যা দেখা গিয়েছে? এই নিয়ে চলছে অনুসন্ধান। জানা গিয়েছে, সোমবার সকাল ৯টার দিকে এই সমস্যা শুরু হয়। সমস্যাগুলো অ্যামাজন ওয়েব সার্ভিসেস-র একটি সমস্যার সঙ্গে সম্পর্কিত। যা ইন্টারনেটে বেশিরভাহ অংশকে ভিত্তি করে এমন অবকাঠামো প্রদান করে এবং তার ক্লায়েন্টদের নিজস্ব অবকাঠামো তৈরি না করেই সার্ভার, ডাটাবেস এবং স্টোরেজ অ্যাক্সেস দেয়।

কোন কোন সাইটগুলো প্রভাবিত হয়েছিল?

অ্যামাজন ওয়েব সার্ভিসেস-র বিভ্রাটের কারণে সমস্যা দেখি গিয়েছে স্ন্যাপচ্যাট, ডুওলিঙ্গো, রবিনহুড, ফোর্টনাইট, রবলক্স-র মতো অ্যাপে। slack, সিগনাল, টিন্ডারস রিংস রবলক্স, এক্সপ্রো, HMRC, পোকেমন গো, প্লেস্টেশন, ভোড়ফোন

সেই সঙ্গে খারাপ প্রভাব দেখি গিয়েছে ওয়েবসাটগুলোতেও। সমস্যা দেখা দিয়েছে, মাইফিটনেস পাল, লাইফ ৩৬০-র মতো অ্যাপগুলো।জানা গিয়েছে এই বিভ্রাটের ফলে প্রভাব পড়েছে নিউ ইয়র্কে বিমান ভ্রমণে। LaGuradia বিমানবন্দরে চেক ইন ডেক্লে দেখা গিয়েছিল লম্বা লাইন। সমস্যার স্বীকার যাত্রীরা। 

এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে অ্যামাজন। তারা নিশ্চিতকরেছে যে অনেক পরিষেবা ইতিমধ্যে পুনরুদ্ধার করা হয়েছে। তবে তারা সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য কাজ করে করে চলেছে। এদিকে ২০২৪ সালে জুলাই মাসে, সাইবার নিপাপত্তা সংস্থা একটি বড় বিভ্রাটের শিকার হয়েছি। সে সময় হাসপাতাল, বিমান সংস্থা, ব্যাঙ্ক ও সরকারি অফিসে সমস্যা দেখা দেয়। এবারও ফের হল এমনটা।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার