Best Air Coolers: গরমকালে এবার স্বস্তি! ৫০০০ টাকার মধ্যেই সেরা এয়ার কুলার কোনগুলি জানেন?

গরমকাল এসে গেছে। রোদ যেন আগুন ঝরাচ্ছে। সকাল ৮টা থেকেই সূর্যের তেজ বাড়ছে। ফলে মানুষজন বাইরে বের হতে ভয় পাচ্ছে। এই পরিস্থিতিতে কুলার ও এসির ওপর নির্ভরতা বাড়ছে। তাই কম দামে পাওয়া যায় এমন কিছু সেরা এয়ার কুলার ও তাদের বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক।
Subhankar Das | Published : Mar 26, 2025 8:39 PM
15
হিন্ডওয়্যার স্মার্ট অ্যাপ্লায়েন্সেস: হিন্ডওয়্যার কোম্পানির এই কুলারের আসল দাম ৮,৯৯০ টাকা

বর্তমানে অ্যামাজনে ৪৮% ডিসকাউন্টে ৪,৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই কুলারটি ২৫ লিটার ক্যাপাসিটি সহ আসে। এতে অটোমেটিক সুইং কন্ট্রোল, ৩ স্পিড কন্ট্রোল ও আইস চেম্বারের মতো ফিচার রয়েছে। এছাড়াও ডাস্ট ফ্রি ফিল্টার টেকনোলজি এই কুলের বিশেষত্ব। এর মাধ্যমে পরিষ্কার ঠান্ডা বাতাস উপভোগ করা যায়। 

25
Symphony Ice Cube

সিম্ফনি কোম্পানির এই কুলারের আসল দাম ৭,৯৯৯ টাকা। অ্যামাজনে ৩১% ডিসকাউন্টে ৫,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে আই পিউর টেকনোলজি দেওয়া হয়েছে। ২৭ লিটার ক্যাপাসিটির এই কুলারটি কম বিদ্যুৎ ব্যবহার করে। সাত কিলোগ্রাম ওজনের এই কুলার ৯৫ ওয়াটস সাপোর্ট করে। 

35
Havells Kalt Pro 17 L

কম দামে একজন বা দুজনের জন্য কুলার চাইলে এটি সেরা বিকল্প। এই কুলারের আসল দাম ৮,৭৯০ টাকা। অ্যামাজনে ৫১% ডিসকাউন্টে ৪,২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই কুলারে ৩ সাইড ব্যাকটিরিয়া শিল্ড হানিcomb প্যাড দেওয়া হয়েছে। ৫৩০ কিউবিক ফিট পার মিনিট এয়ার ফ্লো ক্যাপাসিটি এই কুলারের। এতে ১৭ লিটারের ক্যাপাসিটির ট্যাঙ্ক দেওয়া হয়েছে। ৬.৮ কিলোগ্রাম ওজনের এই কুলার ৯০ ওয়াটস পাওয়ার সাপোর্ট করে। 

45
Bajaj PX25 Torque

এই কুলারের আসল দাম ৭,৭০০ টাকা। অ্যামাজনে ৩৯% ডিসকাউন্টে ৪,৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই কুলারে ২৪ লিটারের ক্যাপাসিটির ট্যাঙ্ক দেওয়া হয়েছে। ১৬ ফিট পাওয়ারফুল এয়ার থ্রো ফিচার দেওয়া হয়েছে। কোম্পানি এই কুলারের ওপর ৩ বছরের ওয়ারেন্টি দিচ্ছে। অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার এই কুলের বিশেষত্ব। ৬.৩ কিলোগ্রাম ওজনের এই কুলার ১০০ ওয়াটস সাপোর্ট করে।  টার্বো ফ্যান টেকনোলজি, ৪ ওয়ে সুইং ডিফ্লেকশন-এর মতো ফিচারও রয়েছে। 

55
Havells Kalt 24L

এই কুলারের আসল দাম ৮,৭৯০ টাকা। অ্যামাজনে ৪৮% ডিসকাউন্টে ৪,৫৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই কুলারটি ২৪ লিটার ক্যাপাসিটি সহ পাওয়া যায়। কুলারের ওপর কোম্পানি ১ বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি দিচ্ছে। এই কুলারে 8E+2 CMPH এয়ার ফ্লো ক্যাপাসিটি রয়েছে। এর ওজন ৭ কিলোগ্রাম। এছাড়াও এই কুলার ২৩০ ওয়াটস সাপোর্ট করে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos