গরম জল, লেবু আর এই জিনিসটি দিলেই কেল্লাফতে! ঘরে ঢুকবে না মশা আর মাছি
Homemade tips to repel mosquitoes: মশা আর মাছির উপদ্রব বাড়ছে। একেক সময় অতিষ্ট হয়ে যেতে হয় মশা আর মাছির জন্। এখানে রইল মশা তাড়ানোর ঘরোয়া উপায়।
- FB
- TW
- Linkdin
)
মশার উপদ্রব
একটু গরম পড়তেই বাড়ছে মশার উপদ্রব। সকাল থেকে সন্ধ্যে মশার কামড়ে অতিষ্ট হয়ে যেতে হয়।
মশা বাড়ে
এখন আবহাওয়া যাইহোক না কেন মশার কামড়ে অতিষ্ট হতে হয়। বাড়ছে ডেঙ্গু ম্যালেরিয়ার মত প্রকোপ।
মশার কামড়ে সমস্যা
অনেক সময় মশার কামড়ে ঘা পর্যন্ত হতে পারে। যার কারণে অনেক সময়ই ডাক্তারের কাছে পর্যন্ত যেতে হয়।
মশা তাড়ানোর উপায়
বর্তমানে মশা তাড়ানোর অনেক পণ্য রয়েছে বাজারে। যার অধিকাংশই কেমিক্যালের পরিপূর্ণ। তাতে অনেক সময় শরীরের ক্ষতি হয়।
ভরসা ঘরোয়া উপায়
তাই মশার হাত থেকে বাঁচতে ঘরোয়া উপায়ের ওপরই ভরসা রাখুন। এগুলির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
ঘর মুছে মশা তাড়ান
ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়াতে ঘরমোছার জলে লেবুর রস, ফিটকিরি দিয়ে দিন। তাহলেই ঘর থেকে উধাও হবে মাশ। এতে ঘর থেকে জীবাণু দুর হবে।
জল গরম করুন
ঘরমোছার জল অবশ্যই হালকা গরম হতে হবে। আর ঘর মুছতে হে সুতোর কাপড় দিয়ে। তাতেই গায়েব হবে মশা।
২বার ঘর মোছা
এই পদ্ধতিতে মশা তাড়াতে গেলে দিনে দুইবার ঘর মুছতে হবে। বিকেলের দিকে ঘর মোছার পর জানলা দরজা বন্ধ করে দিলে মসার উপদ্রবের হাত থেকে রেহাই পাবেন।
স্প্রে হিসেবে ব্যবহার
গরম জলের সঙ্গে লেবুর রস আর ফিটকিরি মিশিয়ে একটি গাড় দ্রবণ তৈরি করুন। জল ঠান্ডা হয়ে গেলে বোতলে ভরে রাখুন। আর মাঝেমধ্যে ঘরে স্প্রে করুন। তাতেই মশা আর মাছি দুইয়ের উপদ্রবের হাত থেকে রেহাই পওয়া যাবে।
বিশেষ দ্রব্যষ্ট
এই প্রতিবেদনের দায় এশিয়ানেট নিউজ বাংলার নয়। এটি শুধুমাত্র তথ্য সরবরাহ করার জন্য। যদি কোনও সমস্যা থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।