Diwali sale: দিওয়ালিতে নতুন ফোন কিনবেন ভাবছেন? জেনে নিন কিছু দুরন্ত অফার সম্পর্কে

Published : Nov 09, 2023, 03:17 PM ISTUpdated : Nov 09, 2023, 03:40 PM IST
5g Smart phones

সংক্ষিপ্ত

আপনার যদি ফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে এই সময় আপনার জন্য উপযুক্ত। একাধিক স্মার্ট ফোনে মিলছে দূর্দান্ত ছাড়।

উৎসবের মরশুমে দূরন্ত ছাড় দিচ্ছে ই-কমার্স সাইটগুলিতে। বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্যের উপর মিলছে দারুণ অফার। আপনার যদি ফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে এই সময় আপনার জন্য উপযুক্ত। একাধিক স্মার্ট ফোনে মিলছে দূর্দান্ত ছাড়। দিওয়ালি সেলে নাম থাকছে Vivo। এই সেলের অধীনে অনেক স্মার্টফোনের উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যে সিরিজগুলিতে ছাড় দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে Vivo X90 সিরিজ, Vivo V29 সিরিজ এবং Vivo Y সিরিজ।

কবে থেকে শুরু হবে সেল?

১ নভেম্বর থেকে শুরু হয়েছে এই অফার। অফার চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। এই ফোনগুলিতে থাকছে সেরা ক্যামেরা প্রযুক্তি, অসাধারণ ডিজাইন এবং স্মুদ পারফরমেন্স-এর সুবিধাও। এই সমস্ত পেয়ে যাবেন অর্ধেকেরও কম দামে। ফোনগুলি সমস্ত খুচরা দোকান এবং মেইন লাইন স্টোর থেকে কেনা যাবে।

কোন কোন মোবাইলে ছাড়?

Vivo X90 সিরিজ এবং Vivo V29 সিরিজে থাকছে এই দূর্দান্ত ছাড়। Vivo X90 সিরিজ ফোনের আসল দামের উপর মিলবে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অব্যদিকে Vivo V29 সিরিজে ৪,০০০ টাকার ক্যাশব্যাক মিলবে।

কীভাবে মিলবে অফার?

এই অফারটি ICICI, SBI, HSBC, Yes Bank, Bank of Baroda, IDFC ফার্স্ট ব্যাঙ্ক এবং OneCard-এ পাওয়া যাচ্ছে।

এছাড়াও পুরনো Vivo স্মার্টফোনের বিনিময়ে মিলবে ৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। ভি-শিল্ড প্ল্যানে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

PREV
click me!

Recommended Stories

5 Budget Smartphones: ১৫,০০০ টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন কোনগুলি? রইল পুরো তালিকা
Motorola Edge 70: পেন্সিলের চেয়েও পাতলা ফোন? আসছে মোটোরোলার নতুন মডেল