বাজারে এল বোট-এর নতুন স্মার্ট ওয়াচ, এক ঝলকে দেখে নিন এর ফিচার্সগুলো

বাজারে এল Boat Wave Pre 47।স্মার্ট ওয়াচের দুনিয়ায় নতুন সংযোজন হল এই ফোনটি। গিয়ারে স্বাস্থ্য মনিটর, ফিটনেস মোড, লাইভ ক্রিকেট স্কোর ও দ্রুত চার্জিং-এর সুবিধা রয়েছে এই ঘড়িতে। Boat Wave Pre 47 স্মার্ট ওয়াচে রয়েছে এইচ়ডি জিসপ্লে। 

বাজারে এল Boat Wave Pre 47।স্মার্ট ওয়াচের দুনিয়ায় নতুন সংযোজন হল এই ফোনটি। গিয়ারে স্বাস্থ্য মনিটর, ফিটনেস মোড, লাইভ ক্রিকেট স্কোর ও দ্রুত চার্জিং-এর সুবিধা রয়েছে এই ঘড়িতে। Boat Wave Pre 47 স্মার্ট ওয়াচে রয়েছে এইচ়ডি জিসপ্লে। আরও ভালো ভিজ্যুয়ালের জন্য ৫০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা বাড়ানো সম্ভব এই ফোনে। এতে থাকছে গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর। জেনে নিন আর কী কী সুবিধা আছে Boat Wave Pre 47 স্মার্ট ওয়াচে। 
তিনটি রঙের মডেল নিয়ে এসেছে বোট কোম্পানি। অ্যাক্টিভ ব্ল্যাক, ডিপ ব্লু এবং পিঙ্ক রঙ পাওয়া যাবে এই ঘড়িতে। তাছাড়া ১ বছরের ওয়ারেন্টি থাকছে। ভারতে এই Boat Wave Pre 47 স্মার্ট ওয়াচের দাম ৩,১৯৯ টাকা। এই একই মূল্যে আপনি Realme watch 2, Amazfit Bip U, Noise Colour Fit Pro 3 পেয়ে যাবেন। এমনকী যারা Zest Money ব্যবহার করেন, তারা ১,০৬৬ টাকা কম দামে ঘড়িটি পেতে পারেন। 

Boat Wave Pre 47 স্মার্ট ওয়াচে ৫০০ nits ব্রাইটনেস সাপোর্ট সহ ১.৬৯ ইঞ্চি ইইচডি ডিসপ্লে আছে। ঘড়ির ডায়াল চৌকো। এটি ১০০+  ক্লাউড ভিত্তিক। ব্যবহারকারীরা বোট ক্রেস্ট অ্যাপ ব্যবহার করতে পারেন এই ঘড়িতে। তাছাড়া, গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর ব্যবহারের সুবিধা তো আছে। 

Latest Videos

হাঁটা, ট্রেডমিল, দৌড়, ইনডোর সাইক্লিং, ক্রিকেট, বক্সিং, টেবিল টেনিস, পাইলেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল এবং আরও একাধিক ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকার সহ একাধিক স্পোর্টস মোড আছে। ফিটনেস বিল্ডিং-এর ফিচার আছে Boat Wave Pre 47 স্মার্ট ওয়াচে। ঘড়িটিতে একটি হাইড্রেশন সতর্কতার বৈশিষ্ট্য রয়েছে। যা সারাদিন আপনি কতটা জল খেয়েছেন তা জানান দেবে আপনাকে। 

Boat Wave Pre 47 স্মার্ট ওয়াচে রয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুযোগ। সোশ্যাল মিডিয়া বিজ্ঞপ্তি, কল, টেক্সট অ্যাক্সেস করতে পারবেন। দেখতে পাবেন লাইভ ক্রিকেট স্কোর। আইপিএল ও টি ২০ ম্যাচের স্কোর জানতে পারবেন। Boat Wave Pre 47 স্মার্ট ওয়াচের চার্জিং ব্যবস্থা খুবই আকর্ষণীয়। মাত্র ১০ মিনিট চার্জ দিলে পুরো দিন চার্জ পাওয়া সম্ভব। ৩০ মিনিটে ডিভাইসটিতে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হয়ে যাবে। এক কথায় Boat Wave Pre 47 স্মার্ট ওয়াচটি বেশ আকর্ষণীয়।   

আরও পড়ুন- বয়সের আগেই ত্বকে বলিরেখা, সঠিক খাবারের তালিকা নির্ধারনের সঙ্গে মেনে চলুন কয়েকটি নিয়ম

আরও পড়ুন- গরম পরতে না পরতেই তৈলাক্ত ত্বকের সমস্যা, বানিয়ে ফেলুন এই ঘরোয়া স্ক্রাবার

আরও পড়ুন- চুল পড়ার সমস্যা দূর হবে হেয়ার মাস্কের গুণে, রইল পাঁচটি ঘরে তৈরি মাস্কের হদিশ
 

Share this article
click me!

Latest Videos

'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results