Travel Photography: আর চিন্তার কারণ নেই, এবার নিজের ভ্রমণে নিজেই তুলবেন পারফেক্ট ছবি ও ভিডিও

Published : Oct 06, 2025, 02:20 AM IST
Travel Photography

সংক্ষিপ্ত

Travel Photography: একা কোন ট্রাভেলে গেলে নিজের ছবি তোলা বা নিজস্ব ভিডিও করার সমস্যায় পড়তে হয় হামেশাই। যদি কিছু সঠিক পদ্ধতি এবং সঠিক কিছু জিনিস ব্যবহার করা যায় তাহলে সেই সমস্যা সমাধান সম্ভব।

Travel Photography: বেড়াতে গেলে মনের মতো ছবি বা ভিডিও তোলা অনেকেরই পক্ষে হয়ে ওঠে না। সঙ্গী কেউ ভালো ক্যামেরাম্যান না হলে ঝামেলা আরও বাড়ে। আবার একলা ভ্রমণে গেলে তো ছবি তোলার মানুষই মেলে না। তবু হতাশ হওয়ার কিছু নেই—নিজের ছবি বা ভিডিও নিজেই দারুণভাবে তুলতে পারেন, যদি জানেন কয়েকটি সহজ কৌশল। সঙ্গে রাখুন গরিলাপড, ট্রাইপড এবং সেলফি স্টিক।

ভিডিও শুরু ও বন্ধ করতে পারেন

ছোট, হালকা ওজনের দুটি জিনিস—সেলফি স্টিক ও গরিলাপড—হতে পারে দারুণ সহায়ক। সেলফি স্টিক দিয়ে যেমন ছবি তোলা যায়, ঠিক তেমনভাবেই ভিডিও শুটও সম্ভব। বেশির ভাগ স্টিকেই এখন রিমোট বোতাম থাকে, ফলে দূর থেকে বসেই ভিডিও শুরু ও বন্ধ করতে পারেন।

গরিলাপডের সুবিধা হলো, এর ত্রিপায়া স্ট্যান্ড ইচ্ছামতো বাঁকানো যায়। গাছের ডাল, বেঞ্চ বা ঝুলন্ত সেতুর রেলিং—যেখানেই চান, সেট করে নিতে পারবেন। এতে ভিন্ন ভিন্ন কোণ থেকে শট নেওয়া সহজ হয়।

বেছে নিন সঠিক ক্যামেরা ভ্রমণ ভিডিওর জন্য হালকা ও আধুনিক ক্যামেরা সবচেয়ে ভালো। এমন ক্যামেরা বেছে নিন, যার স্ক্রিন ঘুরিয়ে নিজের শট দেখা যায়। এতে ফ্রেম ঠিক করা সহজ হয়। মোবাইল দিয়েও এখন দারুণ এইচডি মানের ভিডিও তোলা যায়।

সঠিক লেন্সের ব্যবহার ভিডিওতে চওড়া বা ছড়ানো ভিউ পেতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কাজে দেবে। আবার নির্দিষ্ট দূরত্বে কোনো বিষয় স্পষ্টভাবে ধরতে চাইলে আলাদা লেন্স ব্যবহার করুন।

ভিডিওকে করে তোলে আকর্ষণীয়

অনেকে আবার একলা গিয়েই ভ্লগিং করেন। সে ক্ষেত্রে নিজের বক্তব্য স্পষ্ট করে রেকর্ড করতে হয়। এই কাজটি করে দেবে মাইক্রোফান। কিংবা যদি নদীর জলস্রোতের শব্দ বা পাখির ডাক রেকর্ড করতে চান, ক্যামেরা নির্দিষ্ট স্থানে বসিয়ে রেখে মাইক্রোফোন রাখুন নদীর কাছে কিংবা যেখান থেকে পাখির ডাক শোনা যাচ্ছে, সেখানে। শব্দ অনেক স্পষ্ট আসবে।

স্মার্টফোনের ‘টাইম ল্যাপস’ বা ‘স্লো মোশন’ মোড ভিডিওকে করে তোলে আকর্ষণীয়। এসব শটে ক্যামেরা স্থির রাখতে ট্রাইপড বা গরিলাপড দরকার। সামান্য পরিকল্পনাতেই পাওয়া যায় দারুণ সব দৃশ্য।

ভিডিও শট পরিকল্পনা চলন্ত বা হাঁটছেন এমন দৃশ্য ধরতে চাইলে ক্যামেরা স্ট্যান্ডে রেখে ‘রেকর্ড’ অন করুন। তারপর ক্যামেরার দিকে বা পাশ দিয়ে হেঁটে যান। গতি, কোণ ও দূরত্ব পাল্টে নিলেই পাবেন বৈচিত্র্যময় শট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার