রাত সাড়ে আটটায় Galaxy Unpacked ইভেন্ট ২০২২-এ মোট তিনটি ফোনের লঞ্চ হল। নতুন ফোনগুলি গত বছর লঞ্চ হওয়া Galaxy S21 সিরিজের একটি আপগ্রেড সংস্করণ হিসাবেই বাজারে পা রাখল।
Samsung Galaxy S22, Galaxy S22+ এবং Galaxy S22 Ultra স্মার্টফোনগুলি আজ অর্থাৎ ৯ ফেব্রুয়ারি লঞ্চ হওয়ার কথা ছিল। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তা হয়ে গেল। আর তাতেই নতুন উন্মাদনা দেখা দিয়েছে নেটিজেন মহলে। এদিন রাত সাড়ে আটটায় Galaxy Unpacked ইভেন্ট ২০২২-এ মোট তিনটি ফোনের লঞ্চ হল। নতুন ফোনগুলি গত বছর লঞ্চ হওয়া Galaxy S21 সিরিজের একটি আপগ্রেড সংস্করণ হিসাবেই বাজারে পা রাখল। প্রতিটি ফোনেই রয়েছে বেশ কিছু অত্যাধুনিক ফিচার। এদিনের অনুষ্ঠানটি কোম্পানির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ইউটিউবে লাইভ দেখা যায়।
এদিকে নতুন Samsung Galaxy S22 সিরিজ মোট তিনটি ভেরিয়েন্ট লঞ্চ হয়। যার মধ্যে একটি ভ্যানিলা গ্যালাক্সি S22, S22 Plus এবং S22 Ultr । বিশ্বের কিছু কিছু অঞ্চলে এই স্মার্টফোনগুলিতে নতুন Qualcomm Snapdragon 8 Gen 1 চিপ বা Exynos 2200 চিপ থাকতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে Samsung Galaxy S22 Ultra S Pen সাপোর্ট করছে। এদিনই Samsung আরও ঘোষণা করেছে যে Galaxy S22 সিরিজে Android OS আপডেটের জন্য বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসা হয়েছে। আগামী চার বছরের জন্য এই ফোন গুলির অপারেটিং সিস্টেমে থাকা অ্যানড্রয়েড ভার্সনটি পরিবর্তন যোগ্য। সহজ ভাবে বললে এর মানে হল Galaxy S22, S22 Plus এবং S22 Ultra, যা আজ Android 12-এর সাথে লঞ্চ হয়েছে, আগামীতে তা Android 16 পর্যন্ত আপগ্রেডযোগ্য হবে।
সদ্য লঞ্চ হওয়া Samsung Galaxy S22 সিরিজের Galaxy S22, S22+ এবং S22 Ultra-র দাম রাখা হয়েছে যথাক্রমে ৭৯৯ ডলার, ৯৯৯ ডলার ও ১১৯৯ ডলার। এদিকে শুরুতে শোনা গিয়েছিল Samsung Galaxy Tab S8, Galaxy Tab S8+ এবং Galaxy Tab S8 Ultra ট্যাবলেটগুলিও এই ইভেন্টে লঞ্চ হতে পারে৷ এগুলি নিয়ে স্যামসং লাভারদের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখতে পাওয়া যায়। এই তিনটি ট্যাবের দাম রাখা হয়েছে যথাক্রমে ৬৯৯ ডলার, ৮৯৯ ডলার ও ১০৯৯ ডলার।
আরও পড়ুন-বাংলার মতো উত্তরপ্রদেশেও হারবে বিজেপি, অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগী ব্রিগেডকে আক্রমণ মমতার
আরও পড়ুন- উত্তরপ্রদেশেও 'খেলা হবে', বল হাতেই বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ মমতার