চার্জিং থেকে ক্যামেরা- রয়েছে একাধিক চমক, লঞ্চ হল রেডমির নতুন মডেল, রইল ফিচার্স

4,500mAh ব্যাটারি, অত্যাধুনিক ক্যামেরা (Camera), ১২ জিবি (GB) RAM ও স্ন্যাপড্রাগ প্রসেসের (Snapdragon Processor) সঙ্গে বাজারে এল এই মডেলটি। সদ্য, চীনে অনুষ্ঠানিকভাবে লঞ্চ করল এই মডেলটি। তবে, কবে তা ভারতে আসবে, এখনও জানা যায়নি। এবার দেখে নিন এই Redmi K40s ফোনের আকর্ষণীয় ফিচার্স (Features)।

বাজার এল Redmi র নতুন মডেল। অত্যাধুনিক সফটওয়্যার, ক্যামেরা-সহ অন্যান্য চমক নিয়ে বাজারে এল Redmi K40s। রিপোর্ট বলছে, 4,500mAh ব্যাটারি, অত্যাধুনিক ক্যামেরা (Camera), ১২ জিবি (GB) RAM ও স্ন্যাপড্রাগ প্রসেসের (Snapdragon Processor) সঙ্গে বাজারে এল এই মডেলটি। সদ্য, চীনে অনুষ্ঠানিকভাবে লঞ্চ করল এই মডেলটি। তবে, কবে তা ভারতে আসবে, এখনও জানা যায়নি। এবার দেখে নিন এই Redmi K40s ফোনের আকর্ষণীয় ফিচার্স (Features)। 

Redmi K40s ফোনটিতে রয়েছে বেশ কয়টি মডেল। তারতম্য রয়েছে ফোনের স্টোরেজে। Redmi K40s ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজের মডেল আছে। যার দাম ভারতীয় মূল্যে ২১,৫০০ টাকা। তাছাড়াও রয়েছে ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজে (Storage)। এর দাম প্রায় ২৩, ৯০০। রয়েছে ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজের মডেল। যার দাম প্রায় ২৬, ৩০০ টাকা। এছাড়াও আছে ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজের মডেল। যার দাম ২৮,৭০০ টাকা। স্মার্টফোনটি ইতিমধ্যে রেডমি (Redmi) কোম্পানির ওয়েবসাইডে দেখা যাচ্ছে। তবে, ভারতে ও অন্যান্য বাজারে কবে মডেলটি লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি। 

Redmi K40s মডেলে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। রয়েছে অ্যানরয়েডের MIUI ১৩ সংস্করণ। ৬.৬৭ ইঞ্চি ফুল ডিসপ্লে রয়েছে এই ফোনে। ক্যামেরার ক্ষেত্রেও রয়েছে চমক। ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ৪ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডের অফার রয়েছে এই মডেলটিতে। এই স্মার্টফোনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। 

ফোনে রয়েছে 5 G, 4G LTE, Wi fi 6, ব্লুটুথ v5.2, NFC, GPS/ A- GPS এবং USB Type c চার্জার রয়েছে এই ফোনের। এখানেই শেষ নয়, এই মেডেলে রয়েছে অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, ই-কম্পাস, রঙের তাপমাত্রার সেন্সার সঙ্গে ইনফ্রারেড প্লাস্টার। Redmi K40s ফোনে ৬৭W দ্রুত চার্জিং-সহ 4,500mAh ব্যাটারি রয়েছে ফোনে। ফোনটির মাপ 163.2X75.95X7.7mm। আর ফোনটির ওজন ১৯৫ গ্রাম। 

সব মিলিয়ে এক নয়, আকাধিক চমক রয়েছে Redmi K40S মডেলে। এমনিতেও, ভারতের বাজারে রেডমির ফোনের খ্যাতি বিস্তর। ভারতের বাজারে রেডমির একাধিক মডেলের বিক্রি চোখে পড়ার মতো। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশে বেশ খ্যাতি পেয়েছ এই মডেল। তাই রেডমির নতুন মডেল Redmi K40S ভারতে করে লঞ্চ করে তা দেখার অপেক্ষায় সকল রেডমি প্রেমী।    

Latest Videos

আরও পড়ুন- ৪০ ডলার কমছে অপরিশোধিত তেলের দর, দ্রুত দেখুন পেট্রোল-ডিজেলের কি দাম কলকাতা-সহ সারা দেশে

আরও পড়ুন- সকালে সময় নেই বলে শরীরচর্চা বন্ধ, জেনে নিন দিনে কোন কোন সময় এক্সারসাইজ করা যায়

আরও পড়ুন- ওজন কমাতে গিয়ে প্রতিদিন স্কিপ করছেন ব্রেকফাস্ট, এই ভুলে সম্মুখীন হতে পারেন এই ১০টি ক্ষতির

  
 
    
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed