বছর ঘুরতেই আবারও কোপ পর্যটনে, এবছরও মিলল না গরমের ছুটির স্বাদ, বন্ধ দার্জিলিং-এর দরজা

Published : May 03, 2021, 10:34 AM IST
বছর ঘুরতেই আবারও কোপ পর্যটনে, এবছরও মিলল না গরমের ছুটির স্বাদ, বন্ধ দার্জিলিং-এর দরজা

সংক্ষিপ্ত

বছরে ঘুরতেই ফিরল একই ছবি  পর্যটনে  বড় কোপ করোনার দ্বিতীয় ঢেউয়ের  গরমের ছুটির  বাজারে ধ্বস  বন্ধই থাকছে পাহাড় 

গরমের ছুটি মানেই পাহাড়ের হাতছানি। তবে গত এক বছর ধরে বদলে গিয়েছে সেই চেনা সমীকরণ। সারা বছর ধরেই ভরপুর ছুটি উপভোগ করছে পড়ুয়ারা। পাল্লা দিয়ে বন্ধ একাধিক ক্ষেত্রের দরজা, করোনার কোপে পড়েই মুহূর্তে পাসল্টে গিয়েছে বিশ্বের চেনা সমীকরণ। যার কোপে পড়ে জেরবার একাধিক ক্ষেত্রে। সেখানে সর্বাধিক ধ্বস নেমে আসতে দেখা গিয়েছিল পর্যটন ক্ষেত্রে। তবে কয়েকমাসের পরই সবই স্বাভাবিক পথেই এগোচ্ছিল, বছর ঘুরতেই করোনার দ্বিতীয় ঢেউ ফেরালো সেই স্মৃতি। 

আরও পড়ুন- ছুটির দিনে রেস্তোরাঁর স্বাদের লোভনীয় পদ, বাড়িতেই ট্রাই করে দেখুন ডবল এগ চিকেন রোল 

ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণের মাত্রা। এই পরিস্থিতিতে বাংলায় চলছে আংশিক লকডাউন। ফলে বন্ধ হল পর্যটন। দার্জিলিং-এ গরমের কয়েকটা দিন ছুটি কাটানোর পরিকল্পনাতে ছিলেন যাঁরা, তাঁদের ক্ষেত্রে চিত্রটা গেল বদলে। সব বুকিং বাতিল করা হচ্ছে দার্জিলিং থেকে। আবার কবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে পাহাড়ের দরজা, তা এখনও স্পষ্ট নয়। অপেক্ষা করতে হবে পরবর্তী  বিজ্ঞপ্তির জন্য। 

কয়েকদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রয়ট্রেন। তবেএবার বন্ধ হল হোটেল, ভ্রমণ। তাই আংশিক লকডাউনে  বাড়িতেই কাটছে সকলের সময়। পাশাপাশি স্বাভাবিক হওয়ার পথে থাকা পর্যটনের ছবিটাও হতাশা জনক। বিপুল পরিমাণ ক্ষতির মুখ দেখেছিল গত বছর, যা আবারও দুঃস্বপ্নের মত ফিরছে বাস্তবে। 

 

PREV
click me!

Recommended Stories

ভারতের ৬টি অনবদ্য জলপ্রপাত
শীতকালে বাচ্চাদের ঘুরতে নিয়ে যেতে পারেন এই কয়টি জায়গায়, রইল সেরা ভ্রমণের ঠিকানা