বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন ২০ ভারতীয়, দেখে নিন কে কী দায়িত্বে থাকবেন

  • বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ ভারতীয় বংশোদ্ভূতরা 
  • ২০ জন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন 
  • করোনা থেকে অর্থনীতি গুরুত্ব পাচ্ছেন তাঁরা 
  • ফার্স্ট লেডিকে সাহায্য করবে ভারতীয়রা 

Asianet News Bangla | Published : Jan 17, 2021 10:36 AM IST

আর মাত্র ১০০ ঘণ্টার অপেক্ষা। তারপরই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্টপতি হিসেবে শপথ নেওয়ার পরই  জো বাইডেন শপথ নেওয়ার পরেই ২০ জন ভারতীয় বংশোদ্ভূত ভারতীয়কে দেখা যাবে তাঁর প্রশাসনে। ২০ ভারতীয় তালিকায় ১৩ জনই মহিলা। ২০ ভারতীয়র মধ্যে ১৭ জন হোয়াইট হাউসের অন্দরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আর দুদিন পরেই ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আর প্রশাসনিক কাজে সহযোগিতা করবেন ২০ জন ভারতীয় বংশোদ্ভূত। এই প্রথম মার্কিন প্রশাসনে ২০ জন ভারতীয় বংশোদ্ভূতকে দেখতে পাওয়া যাবে। 

তালিকা অনুযায়ী প্রথম স্থানে রয়েছে বনিতা গুপ্তা।  সম্ভবত বিচার বিভাগের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেলের পদে তাঁকে দেখতে পাওয়া যাবে। প্রাক্তন ফরেন সার্ভিস আধিকারিক উজরা জেয়াকে বিদেশ দফতরের আন্জডার সেক্রেটারি পদে দেখা যাতে পারে। ফার্স্ট লেডি জিল বাইডেনের পলিসি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হচ্ছেন মালা আদিগা। গরিমা বার্মা ফার্স্ট লেডির দফতরের ডিজিটাল ডিরেক্টর দায়িত্ব পেতে চলেছেন। ডেপুটি প্রেস সেক্রেটারির দায়িত্ব পেতে চলেছেন সাবরিনা সিংহ। সার্জেন জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছে বিবেক মূর্তিকে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ বিট্রিশ প্রধানমন্ত্রীর, পরিবর্তনের সাক্ষী থাকবে কর্ণওয়াল ...

বিশ্ব পর্যটন মানচিত্রে স্থান করে নেবে স্ট্যাচু অব ইউনিটি, কেভাডিয়াগামী ৮টি ট্রেনের উদ্বোধন করে বার্ত...

হোয়াই হাউসের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে কাশ্মীরী বংশোদ্ভূত আয়েশা শাহ। তিনি ডিজিটাল স্ট্র্যাটেজি বিভাগের পার্টানশিপ ম্যানেজার পদে নিযুক্ত হয়েছেন। সমীর ফজিলি ন্যাশানাল ইকনমিক কাউন্সিলের ডেপুটি ডিরেক্টরের পদ পেতে পারেন তিনি। ভরত রামমূর্তি ন্যাশানাল ইকনমিক কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর নিযুক্ত হচ্ছেন। বারাক ওবামা ঘনিষ্ট গৌতম রাঘবনসহ বেশ কয়েক জনকে ফিরিয়ে আনছেন বাইডেন। তিনি প্রেসিডেন্সিয়াল পার্সোলেল জফতরের ডেপুটি ডিরেক্টর হচ্ছেন। বিনয় রেড্ডি জো বাইডেনের বক্তব্য লেখার দায়িত্ব পাচ্ছেন। বাইডেনের অ্যাসিসটেন্ট প্রেস সেক্রেটারি হতে চলেছেন বেদান্ত প্যাটেল। জলবায়ু নীতি নির্ধারণ বিভাগের দায়িত্ব পাচ্ছেন সনিয়া আগররওয়াল। কোভিড রেসপন্স টিমের উপদেষ্টা হতে চলেছেন বিদূর শর্মা।

Share this article
click me!