অবাককাণ্ড! আমেরিকায় প্যাকেট করে দেদার বিক্রি হচ্ছে 'মৃতদেহর জল'

চার্লি হ্যাঙ্কস, লাস ভেগাসের এক ব্যবসায়ী।  স্ট্রিম মলের মাঝাখানে তাঁর একটি দোকান রয়েছে। মূলত ব্ল্যাক ম্যাজিক বা জাদুপণ্যই বিক্রি হয় সেখানে। তিনি নিজেও নাকি কালাজাদুর চর্চা করেন।

আবাক কাণ্ড লাস ভোগাসে। সেখানে রীতিমত প্যাকেট করে বিক্রি হচ্ছে মৃতদেহের জল। আর স্থানীয় বাসিন্দারাও দেদার সেই জল কিনছেন। সম্প্রতি লাস ভোগাসের মিড হ্রদে মাফিয়ার হত্যা করা অনেকগুলি দেহ উদ্ধার হয়েছে। তারপরই সেখান থেকে বেআইনি পথে উপার্জনের জন্য  একটি অশুভ উপা খুঁজে বার করেছেন স্থানী. ব্যবসায়ী। যা নিয়ে রীতিমত সরগরম পড়ে গেছে মার্কিন মুলুকে। 

চার্লি হ্যাঙ্কস, লাস ভেগাসের এক ব্যবসায়ী।  স্ট্রিম মলের মাঝাখানে তাঁর একটি দোকান রয়েছে। মূলত ব্ল্যাক ম্যাজিক বা জাদুপণ্যই বিক্রি হয় সেখানে। তিনি নিজেও নাকি কালাজাদুর চর্চা করেন। সেই ব্যবসায়ীই বেশ কয়েক সপ্তাহ ধরে ছোট ছোট বোতলে লেক মিড কর্পস ওয়াটার  বিক্রি করছেন। তাঁর দোকানের নাম ব্লাসফেম বুটিক। স্থানীয়দের কাছে দোকানটি অধিভৌতিক দোকান হিসেবে পরিচিত।

Latest Videos

হ্যাঙ্কস বলেছিলেন তিনি মজা করেই এজাতীয় ব্যবসা শুরু করেছিলেন।  তবে সেটি বর্তমানে রীতিমত জনপ্রিয় হয়েছে। তিনি আরও জানিয়েছেন মৃতদেহের দল মূলত জাদুবিদ্যা ও কালাজাদু অনুশীলনের জন্য ব্যবহৃত হয়। কিন্তু তিনি যা বিক্রি করছেন তা আসলে মৃতদেহের জল নয়। তিনি আরও খোলসা করে বলেছেন বোতলের জলগুলি কোনও হ্রদেরও জল নয়। তিনি বলেথেন এটি জাদুকরী হ্যাজেল, কাচের শিলা ময়লা আর সজুদের অভ্রেসের সংকলন। 

বর্তমানে লাস ভোগাসের হ্রদের জল শুকিয়ে যাচ্ছে। যা নিয়ে রীতিমত উদ্বেগে রয়েছেন পরিবেশপ্রেমীরা। কিন্তু তাঁর দোকানের মালিক বলেছেন হ্যাঙ্কস যা বিক্রি করছেন তা লেকের জল নয়। লেকের জল তিনি চুরি করছেন না।  সাধারণ জলই তাঁরা বিক্রি করছেন। 

হ্যাঙ্কস ও তাঁর স্বামী প্রতিটি দলের বোতল ৭.৭৭ ডলারে বিক্রি করছেন। তবে বিক্রির সময় তাঁরা স্পষ্টই বলছেন এটি মৃতদেহের জল। দম্পতি এখনও পুর্যন্ত প্রায় শতাধিক বোতল বিক্রি করেছেন। 

হ্যাঙ্কস দম্পতির এই ব্যবসা নিয়ে অনেকেই মনে করছেন তাঁরা  লেকের জলে মাফিয়ার মৃত্যুকে বিক্রি করছে।  মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম জলাধারগুলির মধ্যে একটি মিড লেক। তার জলের স্তর ১.০৫৫ ফুট নিচে নেমে গেছে। যা রেকর্ড তৈরি হয়েছে। ১৯৩৭ সালের আগে আর কোনও দিনও এমনটা হয়নি। মনে করা হয় এই লেকের জল ধারনের ক্ষমতা ৯.৬ ট্রিলিয়ন গ্যালন। ২০০০ সাল পর্যন্ত লেকটি পূর্ণ ছিল। কিন্তু তারপর কুড়ি বছরে লেকের জল প্রায় ৭০ শতাংশ কমেগেছে। লেকের জলস্তর কমে যাওয়ার পরই মৃতদেহ উদঅধার হয়েছে। যারমধ্য একটি মরিচা ধরা ব্যারেলও পাওয়া গেছে। যেসব দেহগুলি বা নরকঙ্কালগুলি  উদ্ধার হয়েছ সেগুলি মাফিয়াদের কীর্তি বলেও মনে করা হচ্ছে। মাফিয়ারা লেকের আশপাশে রাজ করত। তারাই হত্যা করে প্রমাণ লোপাটের জন্য এই কাজ করেছে। 
 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia