'ওয়ালমার্ট উড়িয়ে দেব', মাঝ আকাশ থেকে পাইলটের হুমকিতে আতঙ্কিত মার্কিনবাসী

Published : Sep 03, 2022, 09:53 PM IST
'ওয়ালমার্ট উড়িয়ে দেব', মাঝ আকাশ থেকে পাইলটের হুমকিতে আতঙ্কিত মার্কিনবাসী

সংক্ষিপ্ত

চুরি করা বিমানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ওয়ালমার্ট স্টোর উড়িয়ে দেওয়ার হুমকি দিল এক পাইলট। তেমনই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম। পুলিশ বিমান চালকের নাম বা ঠিকানা কিছুই প্রকাশ করতে রাজি নয়।

চুরি করা বিমানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ওয়ালমার্ট স্টোর উড়িয়ে দেওয়ার হুমকি দিল এক পাইলট। তেমনই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম। পুলিশ বিমান চালকের নাম বা ঠিকানা কিছুই প্রকাশ করতে রাজি নয়। তবে ওয়ালমার্টের ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার জন্য হুমকির সঙ্গে সঙ্গেই পুরো স্টোর খালি করে দেওয়া হয়েছে। পাশাপাশি আসপাশের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন পুলিশ সূত্রের খবর তারা পাইলটের সঙ্গে সরাসরি কথা বলতে পেরেছে।

পাইলট টুপেলো বিমানবন্দর থেকে ছোট একটি বিমান চুরি করেছে বলে অভিযোগ। বিমানটি বিচক্র্যাফ্ট কিং এয়ার ৯০। বিমানটির দুটি ইঞ্জিন আর ৯টি আসন। ওয়ালমার্টের ওপর দিয়ে বিমানটি উড়ে যাচ্ছে। প্রয়োজনের তুলনায় অনেক নিচ দিয়ে বিমানটি যাচ্ছে। এমন একটি ভিডিও ফুটেজও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।  মাঝ আকাশ থেকে হুমকি দেওয়ার কারণে রীতিমত আতঙ্ক তৈরি হয়েছে। 

পুলিশ একটি বিবৃতি জারি করেছে। তাতে বলেছে, সবকিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত  নাগরিকদের এই এলাকায় ফিরবেন না। অধিকাংশ নাগরিককেই নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের একটি বিমানের গতিশীলতার সঙ্গে গোটা এলাকাটি বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। অঞ্চলটি টুপেলোর থেকে অনেকটা বড়। 

অন্যদিকে টুপেলো পুলিশ জনগণকে এলাকা খালি করতে বলেছেন। সমস্ত জরুরি পরিষেবাগুলিকেও সতর্ক করা হয়েছে। ফ্লাইটঅয়্যার ওয়েবসাইট একটি মানচিত্র প্রকআশ করেছে। তাতে দেখা যাচ্ছে প্লেটটির গতিপথ রীতিমত অনিশ্চিত। জিগজ্যাগ প্যাটার্নে টুপেলোকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। এই শহরে প্রায় ৪০ হাজার মানুষের বাস। গভর্নর টেট রিভস বলেছেন রাজ্য আইন প্রয়োগকারী ও জরুরি ব্যবস্থাপকরা এই বিপজ্জনক পরিস্থিতিটি ঘনিষ্টভাবে পর্যবেক্ষণ করছে। 

২৮ কাঠা জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল রাজু সাহানি, পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধ অভিযোগ তৃণমূল কর্মীর

পুজোর ভোজে পদ্মার ইলিশ? বাংলাদেশের কাছে ২ হাজার টন ইলিশ চাইল ব্যবসায়ীরা

গলদা চিংড়ি খেয়ে খোসা আর ফেলবেন না, সেটা থেকেই তৈরি হবে শক্তিসঞ্চয়ের ব্যাটারি

PREV
click me!

Recommended Stories

৪০ মিনিট অপেক্ষার পরও দেখা হলো না রুশ প্রেসিডেন্টের সঙ্গে, পুতিনের ওপর চটলেন শাহবাজ শরিফ
LIVE NEWS UPDATE: লিওনেল মেসির অনুষ্ঠানে গোলমাল, মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর বাড়ির সামনে পুলিশ পিকেট