কম বেতন দিয়ে বেশি কাজ করাচ্ছে অফিস, প্রতিবাদে কিউবিকলকেই ঘর বানালেন যুবক

 ভিডিও প্রথম শেয়ার করা হয় টিকটকে। আর তারপর তা সেখান থেকে অন্য সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা হয়। যা এই মুহূর্তে বেশ ভাইরাল হয়ে গিয়েছে। এই যুবকের নাম সাইমন। তিনি নিজেই জানিয়েছেন যে, অফিসের কম বেতনের প্রতিবাদেই এই ভাবে ছোট্ট কিউবিকলে দিনযাপন করছেন তিনি। 

একেবারে বিরল ঘটনাই (Rare Incident) বলা যেতে পারে। নিজের সব জিনিসপত্র নিয়ে সোজা অফিসে গিয়ে থাকা শুরু করলেন এক ব্যক্তি। অবাক লাগলেও এটাই সত্যি। এমনই একটি ঘটনা ঘটেছে আমেরিকায় (America)। বেতন কম (Low Salary) হওয়ার প্রতিবাদেই এমন কাজ করেছেন তিনি। অফিসের একটি কিউবিকলকেই (Cubicles) নিজের ঘর বানিয়ে নিয়েছেন। আর সেখানেই থাকতে দেখা গিয়েছে তাঁকে।  

এই ভিডিও প্রথম শেয়ার করা হয় টিকটকে। আর তারপর তা সেখান থেকে অন্য সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা হয়। যা এই মুহূর্তে বেশ ভাইরাল হয়ে গিয়েছে। এই যুবকের নাম সাইমন (Simon)। তিনি নিজেই জানিয়েছেন যে, অফিসের কম বেতনের প্রতিবাদেই (Protest Against Low Salary) এই ভাবে ছোট্ট কিউবিকলে দিনযাপন করছেন তিনি। কম বেতনেই তাঁকে ওয়ার্ক ফ্রম হোম করতে বলা হয়েছিল অফিস থেকে। কাজের পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছিল। আর তারই প্রতিবাদে তিনি শুরু করে দেন, ‘হোমিং ফ্রম ওয়ার্ক’ (Homing From Work)।

Latest Videos

ভিডিওটি খুবই ছোট। যা টাইমল্যাপস হিসেবে শুট বা এডিট করেছেন সাইমন। ভিডিওতে শোনা গিয়েছে তাঁর কণ্ঠস্বর। আর দেখা গিয়েছে, কীভাবে তিনি নিজের সুটকেস থেকে জিনিস বের করে তা কিউবিকলের উপরে সাজিয়ে রাখছেন। সেখানে জানাকাপড়ের পাশাপাশি রয়েছে চাদর-সহ আরও অনেক জিনিস। আর সবই তিনি বের করে গুছিয়ে রাখছেন ডেস্কের উপর। ঘুমিয়ে পড়ছেন ডেস্কের নিচেই একটি স্লিপিং ব্যাগে। খাবারের জন্য তাঁর ভরসা ক্যানে রাখা ক্যানের মধ্যে রাখা আনারস এবং অফিসের ফ্রিজে স্টোর করে রাখা হ্যাম। শুধু তাই নয় স্নানও করছেন সেখানেই। অফিসেরই দ্বিতীয় বিল্ডিংয়ে স্নান করছেন বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন- টিকটকে ভিডিও করতে ভালবাসেন কি, ফলোয়ার বাড়ানোর দারুণ উপায় জেনে নিন

আরও পড়ুন- এবার ঘুম ভাঙবে এক কাপ 'জেলেনস্কি'-তে, বাজারে এল অসমের অ্যারোম্যাটিক টি

করোনা পরিস্থিতির মধ্যে যখন ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়, তখন থেকেই সাইমন হোমিং ফ্রম ওয়ার্ক শুরু করেন। তাঁর কথায়, “এই আমি, একাধিক ব্যাগ থেকে আমার সমস্ত জিনিসপত্রগুলো সব বের করে সাজিয়ে রাখছি। আমার অ্যাপার্টমেন্ট ছেড়ে অফিসের কিউবিকলে চলে যাচ্ছি। তাঁরা আমাকে উভয় জায়গা থেকে কাজ করার জন্য যথেষ্ট বেতন দেয় না। প্রতিবাদ হিসেবে, আমি শুধু আমার চাকরিতে থাকছি এবং কতক্ষণ আমি সেই চাকরি থেকে দূরে থাকতে পারি তা উপলব্ধি করছি।”

আরও পড়ুন- ফের বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, ভারত কত নম্বরে, প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস চার্ট

আর এই ভিডিও দেখার পর একজন ইউজার লিখছেন, "এই লোকটা আসলে ওয়ার্ক ফ্রম হোম আমাকে ভুলিয়ে দিয়েছেন এবং হোম ফ্রম ওয়ার্ক শুরু করিয়ে দিয়েছেন।" আরও এক ইউজার সাইমনকে প্রতিদিনের আপডেট দিতে বলেছেন। কারণ তাঁর বিষয়ে জানতে খুবই কৌতুহলী ওই ইউজার। 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari