২০২০ নিয়ে মার্কিন নবদম্পতির মন্তব্যকে সমর্থন জানিয়েছে প্রকৃতি, দেখুন সেই ভাইরাল ভিডিও

Published : Aug 28, 2020, 08:17 PM IST
২০২০ নিয়ে মার্কিন নবদম্পতির মন্তব্যকে সমর্থন জানিয়েছে প্রকৃতি, দেখুন সেই ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

বিয়ের আসরের ভিডিও এবার ভাইরাল হল মার্কিন বিয়ের অনুষ্ঠান নিয়ে রীতিমত জল্পনা নেটদুনিয়ায়  বিয়ের অনুষ্ঠানে বরের ২০২০ নিয়ে মন্তব্য  তাঁর মন্তব্যকে স্বাগত জানিয়ে প্রকৃতিও   

মুখের কথাই যেন সত্যি বলে জানান দিল প্রকৃতি। সুদূর মার্কিন মুলুকে একটি বিয়ের আসরে তোলা এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে কোনও গির্জায় নয়, খোলা আকাশের নিচেই বসেছে বিয়ের আসর। আর সেই বিয়ের আসরেও নবদম্পতিকে কেন্দ্র করে তোলা হয়েছে একটি ভিডিও। 

সেই ভিডিওটিতে ডেনিস ম্যাকক্লিউরকে তাঁর নববধূর উদ্দেশ্যে বলছেন এসে আমরা এবার মুখোমুখি হয় ২০২০। যাকে একদমই ভালো বছর বলা যায় না। তার পর কী হল ? নিজেই দেখেনিন ভাইরাল ভিডিওটিতে। ডেনিসের কথায় তাঁর স্ত্রী হেসে উঠলেও প্রকৃতি কিন্তু জানিয়ে দিয়েছিল ডেনিস ঠিক কথাই বলেছে। 

ডেনিসের কথা শেষ হতে না হতেই একটি বিশাল বজ্রপাত হয়। প্রথম দিকে বিয়ের আসরে উপস্থিত আমন্ত্রিতরা একটু চমকে গেলেই পরে তাঁরা রীতিমত উচ্ছাসে মেতে ওঠেন। 

কেমন করে শাবকের জন্ম দিচ্ছে একটি তিমি, সেই ভাইরাল ভিডিও মন কাড়ল নেটিজেনদের ...

কন্যা সন্তানের জন্ম দিল ১৩-র কিশোরী, দাবি করেছিল ১০ বছরের প্রেমিক তার সন্তানের বাবা

কথায় আছে হাতি যখন গর্তে পড়ে, ভাইরাল ভিডিওতে দেখুন হাতির গর্ত থেকে তুলে আনার ছবি ...

বিয়ের আসরে আমন্ত্রিত এক মহিলা তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, বরের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে বজ্রপাত হয়েছিল সেটিকে তিনি সত্যিকথার শব্দ হিসেবেই বর্ণনা করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন বিয়ের অনুষ্ঠানটি নির্বিঘ্নে শেষ হয়েছিল। বজ্রপাতে কোনও মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। 
 

PREV
click me!

Recommended Stories

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বাড়ছে মৃতের সংখ্যা, নতুন করে ভূমিধসের সতর্কতা জারি
ঘূর্ণিঝড় দিতওয়া: শ্রীলঙ্কায় হাজার অসুস্থের চিকিৎসায় ভারতীয় সেনা, চলছে সেতু নির্মাণ