২০২০ নিয়ে মার্কিন নবদম্পতির মন্তব্যকে সমর্থন জানিয়েছে প্রকৃতি, দেখুন সেই ভাইরাল ভিডিও

  • বিয়ের আসরের ভিডিও এবার ভাইরাল হল
  • মার্কিন বিয়ের অনুষ্ঠান নিয়ে রীতিমত জল্পনা নেটদুনিয়ায় 
  • বিয়ের অনুষ্ঠানে বরের ২০২০ নিয়ে মন্তব্য 
  • তাঁর মন্তব্যকে স্বাগত জানিয়ে প্রকৃতিও 
     

মুখের কথাই যেন সত্যি বলে জানান দিল প্রকৃতি। সুদূর মার্কিন মুলুকে একটি বিয়ের আসরে তোলা এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে কোনও গির্জায় নয়, খোলা আকাশের নিচেই বসেছে বিয়ের আসর। আর সেই বিয়ের আসরেও নবদম্পতিকে কেন্দ্র করে তোলা হয়েছে একটি ভিডিও। 

সেই ভিডিওটিতে ডেনিস ম্যাকক্লিউরকে তাঁর নববধূর উদ্দেশ্যে বলছেন এসে আমরা এবার মুখোমুখি হয় ২০২০। যাকে একদমই ভালো বছর বলা যায় না। তার পর কী হল ? নিজেই দেখেনিন ভাইরাল ভিডিওটিতে। ডেনিসের কথায় তাঁর স্ত্রী হেসে উঠলেও প্রকৃতি কিন্তু জানিয়ে দিয়েছিল ডেনিস ঠিক কথাই বলেছে। 

Latest Videos

ডেনিসের কথা শেষ হতে না হতেই একটি বিশাল বজ্রপাত হয়। প্রথম দিকে বিয়ের আসরে উপস্থিত আমন্ত্রিতরা একটু চমকে গেলেই পরে তাঁরা রীতিমত উচ্ছাসে মেতে ওঠেন। 

কেমন করে শাবকের জন্ম দিচ্ছে একটি তিমি, সেই ভাইরাল ভিডিও মন কাড়ল নেটিজেনদের ...

কন্যা সন্তানের জন্ম দিল ১৩-র কিশোরী, দাবি করেছিল ১০ বছরের প্রেমিক তার সন্তানের বাবা

কথায় আছে হাতি যখন গর্তে পড়ে, ভাইরাল ভিডিওতে দেখুন হাতির গর্ত থেকে তুলে আনার ছবি ...

বিয়ের আসরে আমন্ত্রিত এক মহিলা তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, বরের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে বজ্রপাত হয়েছিল সেটিকে তিনি সত্যিকথার শব্দ হিসেবেই বর্ণনা করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন বিয়ের অনুষ্ঠানটি নির্বিঘ্নে শেষ হয়েছিল। বজ্রপাতে কোনও মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। 
 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts