আতশবাজি পুড়িয়ে বিশ্ব রেকর্ড, না দেখলে মিস করবেন আপনিও

  • পোড়ানো হল ১ টনেরও বেশি আতশবাজি
  • লালচে আভায় ছেয়ে যায় গোটা এলাকা
  • হাজির ছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের কর্তারাও
  • তাদের সামনেই কামাল দেখাল আতশবাজি

Asianet News Bangla | Published : Feb 12, 2020 10:54 AM IST / Updated: Feb 12 2020, 04:27 PM IST

সবচেয়ে বেশি পরিমাণ আতশবাজি পুড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ল স্টিমবোর্ড ফায়ারওয়ার্কস। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে চলছে 'শীতকালীন কার্নিভাল'। সেখানেই ২ হাজার ৮০০ পাউন্ড বা ১ টনেরও বেশি ওজনের আতশবাজি পুড়িয়ে গড়া হল এই রেকর্ড। 

সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২০০ ফুট উঁচুতে নিজের কামাল দেখাল এই আতশবাজি। এই ফায়ার ওয়ার্কের রোশনাইতে গোটা এলাকা লালচে ছটায় ছেয়ে যায়।

আরও পড়ুন: 'কেম ছো, ট্রাম্প' আওয়াজ তুলবে ৫০-৭০ লক্ষ মানুষ, বন্ধুর জন্য লোক জোগাড়ে ব্যস্ত মোদী

এই আতশবাজি তৈরি করতে প্রচুর সময় লেগেছে বলে জানিয়েছেন স্টিমবোর্ড ফায়ারওয়ার্কস প্রকল্পের কর্তারা। ফায়ার ওয়ার্ক দেখতে হাজির হয়েছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কর্তারা।

 

এর আগে সবচেয়ে বেশি আতশ বাজি পোড়ানোর রেকর্ডটি ছিল সংযুক্ত আরব আমিরশাহীর। ২০১৮ সালে ২ হাজার ৩৯৭ পাউন্ডের আতশবাজি পুড়িয়ে পেকর্ড গড়েছিল তারা। 

আরও পড়ুন: একজনের শরীরে মিলেছে করোনা ভাইরাস, সিঙ্গাপুরে বের করে দেওয়া হল বহুজাতিক ব্যাঙ্কের কর্মীদের

সাত বছর ধরে সেই রেকর্ড ভাঙতে কাড করছিল স্টিমবোর্ড ফায়ারওয়ার্কস প্রকল্পের কর্মীরা। এরজন্য ব্যয় হয়েছে কয়েক হাজার ঘণ্টা।

গতবছরও এই রেকর্ড ভাঙার চেষ্টা করেছিল স্টিমবোর্ড ফায়ারওয়ার্কস। কিন্তু সেবার আতশবাজিটি খুব তাড়াতাড়ি জ্বলে যাওয়ায় রেকর্ড গড়তে ব্যর্থ হন তাঁরা। 

Share this article
click me!