করোনা কালে দেশে এখন অক্সিজেনের আকাল। করোনা জেরে প্রাণ হরাচ্ছেন বহু মানুষ। করোনা মোকাবিলায় অক্সিজেনই এল গুজরাটের মুন্দ্রা বন্দরে। আমিরশাহী থেকে এসেছে এই অক্সিজেন। ১৪০ মেট্রিক টনের মোট ৭টি অক্সিজেন ট্যাঙ্ক এসেছে এখানে। অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে এই অক্সিজেন পৌঁছবে দিল্লি সহ উত্তর ভারতে। ভারতে এই অক্সিজেন আসাতে অক্সিজেনের অভাব অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।