গরমে কেমন সাজবেন পরামর্শ দিচ্ছেন অভিনেত্রী পায়েল দে। নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিও আপলোড করেছেন তিনি। গরমের সময় হালকা সাজগোজেরই পরামর্শ দিচ্ছেন পায়েল দে। এমনকী নিজেকে ফিট রাখতে হালকা খাবার-দাবারের কথা বলেছেন তিনি।
গরম মানেই সাজের দফারফা। মেকআপ একটু চড়া হলেই হল-ঘামতে ঘামতে মেকআপে সাড়ে সর্বনাশ। আর মুখশ্রী তখন তো এক্কেবারে দেখা দায়। ফি বছরই গরম মানে মহিলাদের কাছে সাজগোজের চরম চ্যালেঞ্জ। আর বিশেষ করে যারা অভিনয় জগতে কাজ করেন! তাদের কথা আর বলতে রয়েছে, একে চাঁদিফাটা গরম, তারমধ্যে আবার সকাল থেকে মেকআপ লাগিয়ে বসে থাকা। সত্যি তো! এমন অবস্থাকে সামাল দেন কি করে অভিনেতা-অভিনেত্রীরা। সে গল্পটাই শুনিয়েছেন পায়েল দে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ছোট্ট ভিডিও আপলোড করেছেন পায়েল। সেখানে তিনি বলেছেন গরমকালে কেমন মেকআপ নিলে সাজ বজায় রাখা যায়। আর সেই সঙ্গে তিনি পরামর্শ দিয়েছেন সাজের পাশাপাশি নিজেকে গরমের মধ্যে সুস্থ ও সবল রাখতে ঠিক কীধরনের খাদ্যাভাস বজায় রাখা উচিত।