তরমুজে প্রচুর পরিমাণ ভিটামিনরয়েছে। এতে রয়েছে ভিটামিন এ, বি ৬ এবং সি, সেই সঙ্গেই রয়েছে পটাশিয়ামও। পটাশিয়াম পেশীর জোর বাড়ায়, তাই তরমুজ খাওয়া স্বাস্থের জন্য উপকার।
বৈশাখ মাস আসতে এখনও বেশ কিছুদিন বাকি। গরমে এখনই নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই গরমে নিজেকে ঠিক রাখতে বেশ কিছু দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন নাহলে নানান সমস্যা হতে পারে। গরমে প্রচুর জল খাওয়া অত্যন্ত প্রয়োজন তবে সেই সঙ্গেই খাবার এবং ফল খাওয়াও খুব জরুরি, নাহলে নানান সমস্যা হতে পারে। গরমে তরমুজ খেতে পারেন। এতে জল থাকে যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তরমুজে প্রচুর পরিমাণ ভিটামিনরয়েছে। এতে রয়েছে ভিটামিন এ, বি ৬ এবং সি, সেই সঙ্গেই রয়েছে পটাশিয়ামও। পটাশিয়াম পেশীর জোর বাড়ায়, তাই তরমুজ খাওয়া স্বাস্থের জন্য উপকার। শরীরচর্চার পর এক বাটি তরমুজ খেতে পারেন। তরমুজে ক্যালোরির মাত্রা খুব কম। ফলে এই ফল প্রায় সকলের জন্যই স্বাস্থ্যকর। চোখ ও ত্বকেরও জন্য তরমুজ খুব ভালো। এতে আছে ভিটামিন এ এবং সি, দু’টিই ত্বক ও চোখের ভালো রাখতে সাহায্য করে। তরমুজে থাকে অ্যান্টি-অক্সিড্যান্ট, এটি কোষের ক্ষয় আটকায় এবং ক্যানসার প্রতিরোধ করে।