সঙ্গমের প্রতি আশক্তি লক্ষ্য করা যায় অনেকের মধ্যেই। সারাক্ষণই সঙ্গমের চিন্তা ঘোরে তাঁদের মাথায়। এই সঙ্গমই বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। অথচ যৌন মিলনের পর অনেকই হাঁপিয়ে ওঠেন। গবেষকরা জানাচ্ছেন, এর থেকে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকছে। যার ফলে হার্ট অ্যাটাকও হতে পারে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। পুরুষদের শরীরে কোর্টিসল বলে একটি হরমোন থাকে। এই হরমোন বেশি নিঃসারিত হলে হৃদযন্ত্রের ক্ষতির সম্ভবনা থাকে, জানাচ্ছে বিশেষরজ্ঞরা।