সবাই মিলে একসঙ্গে যখন বসে আছেন তখন মশা বেছে বেছে আপনাকেই কামড়াচ্ছে। এমন অনেকের সঙ্গেই হয়। এর পিছুনে লুকিয়ে রয়েছে বেশ কিছু কারণ। অনেক সময়েই কালো পোশাক পরে থাকলে মশা বেশি কামড়ায়। যাদের রক্তের গ্রুপ ‘ও’ হয় তাদের বেশি মশা কামড়ানোর আশঙ্কা থাকে। এছাড়াও জিনগত সমস্যার কারণেও এমন হয়। গবেষণায় দেখা গিয়েছে অন্তঃসত্ত্বা মহিলাদের মশা বেশি কামড়ায়। দেহের তাপমাত্রা বেশি থাকার কারণে এমনটা হয়। মাদক সেবন যারা করেন তাঁদের মশা বেশি কামড়ায়। যাদের বেশি ঘাম হয়, তাঁদের প্রতিও মশা বেশি আকৃষ্ট হয়।
সবাই মিলে একসঙ্গে যখন বসে আছেন তখন মশা বেছে বেছে আপনাকেই কামড়াচ্ছে। এমন অনেকের সঙ্গেই হয়। এর পিছুনে লুকিয়ে রয়েছে বেশ কিছু কারণ। অনেক সময়েই কালো পোশাক পরে থাকলে মশা বেশি কামড়ায়। যাদের রক্তের গ্রুপ ‘ও’ হয় তাদের বেশি মশা কামড়ানোর আশঙ্কা থাকে। এছাড়াও জিনগত সমস্যার কারণেও এমন হয়। গবেষণায় দেখা গিয়েছে অন্তঃসত্ত্বা মহিলাদের মশা বেশি কামড়ায়। দেহের তাপমাত্রা বেশি থাকার কারণে এমনটা হয়। মাদক সেবন যারা করেন তাঁদের মশা বেশি কামড়ায়। যাদের বেশি ঘাম হয়, তাঁদের প্রতিও মশা বেশি আকৃষ্ট হয়।