দ্রুত ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। বিশ্বস্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত বিশ্বের প্রায় ১১টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। যা নিয়ে রীতিমত উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন হঠাৎ করে মাঙ্কিপক্সের আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার রীতিমত উদ্বেগের বিষয়। অনেকেই মনে করছেন মাঙ্কিপক্স থেকে করোনাভাইরাসের মত মহামারি তৈরি হতে পারেন কিনা। তবে আশ্বস্থ করেছেন চিকিৎসকরা। তাঁরা একাধিক কারণ উল্লেখ করে বলেছেন মাঙ্কিপস্ক থেকে কোভিডের মত মহামারি তৈরি হবে না।