মাত্র ১৮ বছরে হাসিমুখেই ফাঁসির মঞ্চে উঠেছিলেন, দেশের ৭৫তম মুক্তিবর্ষে সেলাম ক্ষুদিরাম বোসের আত্মত্যাগকে

১৯০৮ সালের ৩০শে এপ্রিল। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি মুজাফফরপুরে ইউরোপিয়ান ক্লাবের গেটে চুপিচুপি অপেক্ষা করছিলেন। কিংসফোর্ড এবং তার স্ত্রী সেখানে বন্ধুদের সাথে সন্ধ্যা কাটাচ্ছিলেন। রাত ৮টার দিকে দুটি ঘোড়ার গাড়ি গেট দিয়ে বেরিয়ে আসে এবং বোস ও চাকি তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে।

১৯০৮ সালের ৩০শে এপ্রিল। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি মুজাফফরপুরে ইউরোপিয়ান ক্লাবের গেটে চুপিচুপি অপেক্ষা করছিলেন। কিংসফোর্ড এবং তার স্ত্রী সেখানে বন্ধুদের সাথে সন্ধ্যা কাটাচ্ছিলেন। রাত ৮টার দিকে দুটি ঘোড়ার গাড়ি গেট দিয়ে বেরিয়ে আসে এবং বোস ও চাকি তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে। তবে বোমাগুলি ভুলবশত কিংসফোর্ড এবং তার স্ত্রীর গাড়িতে আঘাত করেনি বরং তাদের বন্ধুদের মধ্যে একজন ব্রিটিশ মহিলা এবং তার মেয়েকে আঘাত করেছিল যারা নিহত হয়েছিল। বোমা ছুঁড়েই পালিয়ে যান ক্ষুদিরাম ও প্রফুল্ল। রাতে ২৫ কিলোমিটারেরও বেশি হেঁটে, ক্ষুদিরাম পরের দিন ভোরে ওয়াইনি রেলওয়ে স্টেশনে পৌঁছান যেখানে তিনি পুলিশের হাতে ধরা পড়েন। পাটনার কাছে মোকামা রেলওয়ে স্টেশনে পুলিশ ধরার চেষ্টা করলে প্রফুল্ল নিজেকে গুলি করে আত্মহত্যা করে। ক্ষুদিরামের বিচার গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করে। এমনকি মহাত্মা গান্ধী যেমন বোসের সাহসিকতাকে সম্মান করেছিলেন, তার হিংসাত্মক কাজের নিন্দা করেছিলেন কিন্তু তিলক প্রকাশ্যে তাকে সমর্থন করেছিলেন। 
 

03:48রাশিয়ায় নেতাজি! বিস্ফোরক বয়ান রাধাকৃষ্ণনের03:21মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ, রাজ্যপাল লা গনেশানের 04:04India@75: দেশের আরও এক অমরবীর সন্তান কোমারাম ভীম, স্বাধীনতার ৭৫ তম দিবসে দেখুন সেই কাহিনি03:52India@75: দেশের প্রথম লাইসেন্সড পাইলট, ব্রিটিশ শাসিত ভারতে স্বদেশিয়ান স্পর্ধা ছিলেন জেআরডি টাটা 04:45India@75: ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়ে শহিদ হয়েছিলেন অসমের এই মহিলারা02:59India@75: ব্রিটিশদের বিরুদ্ধে হাতে তির ধনুক নিয়েই রুখে দাঁড়িয়েছিলেন সিঁধু-কানু-রা 02:56India@75: ৭২ বছরে প্রাপ্তি ছিল ইংরেজের গুলি, কিন্তু জাতীয় পতাকাকে মাটিতে পড়তে দেননি মাতঙ্গিনী04:01India@75: ভারতের স্বাধীনতা সংগ্রামে বীরাঙ্গণা লক্ষী সেহগল, তাঁর কাহিনি আজও অনুপ্রেরণা জোগায় 03:53India@75: জাতীয় পতাকার প্রথম আত্মপ্রকাশে আজ ইতিহাসে কলকাতার পারসি বাগান, জানুন এক অসামান্য কাহিনি 03:26India@75: বরদোলি সত্যাগ্রহ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক শক্তি, ফিরে দেখা সেই কাহিনি-কে