বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরার বিজেপিতে বড় ধাক্কা। বিজেপি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন সুদীপ রায় বর্মন। তাঁর সঙ্গেই এদিন পদত্যাগ করলেন বিধায়ক আশিস সাহা। ইস্তফা দিয়ে সুদীপ রায় বর্মন জানালেন খুব হালকা মনে হচ্ছে। বিজেপির প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন ২জন।
চলতি মাসেই শুরু হতে চলেছে ৫ রাজ্যে নির্বাচন। নির্বাচনের আগে বড় ধাক্কা বিজেপি শিবিরে। ত্রিপুরার বিজেপি দলের দু'জন বিধায়ক প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন এবং বিধায়ক আশিস সাহা আজ ত্রিপুরা বিধানসভা এসে অধ্যক্ষের নিকট তাদের পদত্যাগপত্র জমা প্রদান করলেন সঙ্গে তিনি আরো জানান বিজিপি প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন দুই বিধায়ক আজ দিল্লি যাচ্ছে আর দু-তিন দিনের মধ্যেই সবকিছু জানতে পারবে রাজ্যবাসী পদত্যাগপত্র জমা দিয়ে জানালেন দুই বিধায়ক। তাঁরা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন। তবে সেবিষয়ে প্রশ্ন করা হলে তাঁরা কোনও সদুত্তর দেয়নি। তবে ইঙ্গীতপূর্ণ নানান কথা বলেছেন তাঁরা। তাঁরা যে ওই দলে ভালো ছিলেন না সেই কথাই জানান এদিন। বিজেপি ছেড়েই বিজেপির তীব্র নিন্দা করতে শোনা যায় সুদূপ রায় বর্মনকে। তবে তাঁরা যে অন্য কোনও দলে যোগ দিতে চলেছে তা তাদের কথা শুনে বেশ বোঝা গিয়েছে।