আইটিবিপি জওয়ানদের নজরকাড়া এক ভিডিও। তুষারাবৃত পাহাড়ের চূড়ায় যোগ অভ্যাস। ১৭০০০ ফুট উচ্চতায় আইটিবিপি জওয়ানদের যোগ ব্যায়াম। হাড় কাঁপানো ঠান্ডার মাঝেই ক্যামেরাবন্দি যোগ অভ্যাসের ভিডিও।
আইটিবিপি জওয়ানদের আবারও নজরকাড়া এক ভিডিও। তুষারাবৃত পাহাড়ের চূড়ায় যোগ অভ্যাসের ভিডিও উঠে এল এবার সামনে। ১৭০০০ ফুট উচ্চতায় আইটিবিপি জওয়ানদের যোগ ব্যায়াম করার ভিডিও ধরা পড়ল ক্যামেরায়। হাড় কাঁপানো ঠান্ডার মাঝেই ক্যামেরাবন্দি যোগ অভ্যাসের ভিডিও। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে এই বিশেষ ভিডিও আইটিবিপি-র। সামনেই আসছে আন্তর্জাতিক যোগা দিবস, সেই উপলক্ষেই এই প্রস্তুতি চলছে তাঁদের। তাঁদের প্রস্তুতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় বরফের ওপর বসে চলছে যোগব্যাম। তবে এই প্রথম নয় এর আগেও আইটিবিপি জওয়ানদের নানান ভিডিও সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এসেছে। তাঁরা যে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকে সেই ছবি উঠে এসেছে এর আগেও। সেখানেই দেশকে পাহারা দেওয়ার পাশপাশি। তাঁদের নানান অ্যাকটিভিটি ধরা পড়ে। সেখানে আগে তাঁদের দেখা গিয়েছে প্রজাতন্ত্র দিবস পালন থেকে স্বাধীনতা দিবস পালন করতে। এবার তাঁদের যোগা দিবস উদযাপনের প্রস্তুতি নিতে দেখা গেল।