তীর্থযাত্রী দের জন্য আইআরসিটিসি আনল একটি বিশেষ ট্রেন, অল্প খরচেই এখন ভ্রমণ করা যাবে বিভিন্ন তীর্থক্ষেত্র, শিলিগুড়ি জার্ণালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান আইআরসিটিসির কর্তারা
তীর্থযাত্রী দের জন্য আইআরসিটিসি আনল এক দুর্দান্ত সুযোগ | ট্রেনে করে অল্প খরচেই ভ্রমণ করা যাবে বিভিন্ন তীর্থক্ষেত্র | শিলিগুড়ি জার্ণালিস্ট ক্লাবে এদিন সাংবাদিক বৈঠকে সে কথাই জানালেন আইআরসিটিসির কর্তারা | একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে তীর্থযাত্রী দের জন্য | স্বদেশ দর্শন শ্রী রামপথ যাত্রা মানে এই ট্রেনটি ২৬ এ নভেম্বর যাত্রা শুরু করবে | ৭ রাত্রি ৮ দিন এই যাত্রার প্যাকেজ শুরু হচ্ছে ১৬৮২০ টাকায় | অযোধ্যা, হরিদ্বার, ঋষিকেশ, বারাণসী ঘোরাবে এই ট্রেন |