মুলসিম মেয়েকে বিয়ে করার সাজা- এক হিন্দু ব্যক্তিকে রাস্তার মাঝে কুপিয়ে হত্যা করল দুষ্কৃতীরা। যদিও স্থানীয়দের অভিযোগ হত্যাকারীরা সকলেই নিহত হিন্দু ব্যক্তির মুসলিম স্ত্রীর আত্মীয়। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে।
মুলসিম মেয়েকে বিয়ে করার সাজা- এক হিন্দু ব্যক্তিকে রাস্তার মাঝে কুপিয়ে হত্যা করল দুষ্কৃতীরা। যদিও স্থানীয়দের অভিযোগ হত্যাকারীরা সকলেই নিহত হিন্দু ব্যক্তির মুসলিম স্ত্রীর আত্মীয়। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে রাস্তায় সকলের সামনে পড়ে রয়েছে এক রক্তাক্ত যুবক। তাঁর মুখে লোহার রড দিয়ে মারা হচ্ছে। ব্যক্তির স্ত্রী তাঁর স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। হত্যাকারীদের আটকানোর চেষ্টা করছে। ঘটনার মুহূর্তের ভিডিও দেখে শিউরে উঠেছেন অনেকেই। পুলিশ জানিয়েছেন হায়দরাবাদের বাসিন্দা বি নাগরাজু ও তাঁর স্ত্রী আশরিন সুলতানা বুধবার সন্ধ্যায় বাইকে করে বেরিয়েছিলেন। এমন সময় নাগারাজুর মোটরসাইকেল থামিয়ে দিয়েই তাদের ওপর চড়াও হয় দুষ্কৃতী। সেখানেই নাগারাজুকে কোপাতে শুরু করে দুষ্কৃতীরা। স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বুধবারের হত্যাকাণ্ডের পরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায় মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।