ভাইফোঁটায় ফোঁটা (Bhai Phonta) দেওয়ার পরেই শুরু হয় উপহার আদান প্রদান। এই উপহার (Gifts) নিয়েই সমস্যায় পড়তে হয় সবাইকে। এবার ভাইফোঁটায় নতুনত্ব কিছু রাখতেই পারেন উপহারের তালিকায়, যা হবে অন্যসব উপহারের থেকে একটু আলাদা। ভাইফোঁটার উপহারে রাখতেই পারেন কাস্টমাইজড টি-শার্ট। যাকে এই উপহার দিচ্ছেন টি-শার্ট (T-shart) রাখতে পারেন তারই ছবি। এখন স্মার্ট ওয়াচের চাহিদা খুবই বেশি। বাজেট (Budget) বুঝে উপহারের তালিকায় তাই রাখতেই পারেন স্মার্ট ওয়াচ (Smart watch)। আপনার ভাই বা বোন কি বই (Story books) পড়তে ভালোবাসেন? সেক্ষেত্রে উপহারের তালিকায় রাখতেই পারেন কোনও বইও। অনেকেই বুঝতে পারেন না কী উপহার দেবেন। সেক্ষেত্রে গিফ্ট কার্ডও (Gift cards) দিতে পারেন আপনার ভাই বা বোনকে। উপহারের তালিকায় রাখতে পারেন ব্লুটুথ স্পিকারও (Bluetooth speaker)। ভাই বা বোনের যদি গান শোনার নেশা থাকে তবে দিন এই উপহার।
ভাইফোঁটায় ফোঁটা (Bhai Phonta) দেওয়ার পরেই শুরু হয় উপহার আদান প্রদান। এই উপহার (Gifts) নিয়েই সমস্যায় পড়তে হয় সবাইকে। এবার ভাইফোঁটায় নতুনত্ব কিছু রাখতেই পারেন উপহারের তালিকায়, যা হবে অন্যসব উপহারের থেকে একটু আলাদা। ভাইফোঁটার উপহারে রাখতেই পারেন কাস্টমাইজড টি-শার্ট। যাকে এই উপহার দিচ্ছেন টি-শার্ট (T-shart) রাখতে পারেন তারই ছবি। এখন স্মার্ট ওয়াচের চাহিদা খুবই বেশি। বাজেট (Budget) বুঝে উপহারের তালিকায় তাই রাখতেই পারেন স্মার্ট ওয়াচ (Smart watch)। আপনার ভাই বা বোন কি বই (Story books) পড়তে ভালোবাসেন? সেক্ষেত্রে উপহারের তালিকায় রাখতেই পারেন কোনও বইও। অনেকেই বুঝতে পারেন না কী উপহার দেবেন। সেক্ষেত্রে গিফ্ট কার্ডও (Gift cards) দিতে পারেন আপনার ভাই বা বোনকে। উপহারের তালিকায় রাখতে পারেন ব্লুটুথ স্পিকারও (Bluetooth speaker)। ভাই বা বোনের যদি গান শোনার নেশা থাকে তবে দিন এই উপহার।