মহিষাসুরমর্দিনি-র স্মৃতিচারণায় এশিয়ানেটনিউজ বাংলার সঙ্গে একান্তে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়
যেই মেয়ে অসুর বধ করছে সেই আবার ঘরের মেয়ে উমা, এই দুই রূপ একসঙ্গে ফুটিয়ে তোলা সেই সময়ে অত সহজ ছিল না
যেই মেয়ে অসুর বধ করছে সেই আবার ঘরের মেয়ে উমা, এই দুই রূপ একসঙ্গে ফুটিয়ে তোলা সেই সময়ে অত সহজ ছিল না। যেই পন্ডিত ব্যক্তিত্বরা এই গোটা স্ক্রিপটি পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন, তাদের থেকে সম্পূর্ণ ভাব বা গোটা চরিত্রটাকে বুঝে পর্দায় ফুটিয়ে তোলাটা বড় চ্যালেঞ্জ ছিল সেই সময়ে।
এটা কারও একার ভাবনা নয় পুরো টিমটাই যে যার কাজে নিঁখুত ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে, একা আমার জন্য এই সফলতা আসেনি -
Read more Articles on