কখনও বর্ষায় তাপমাত্রা একটু কমছে তো পরের দিনই চড়া রোদ আর ভ্যাপসা গরম। এমন আবহাওয়ায় ঠান্ডা লেগে কাহিল অনেকেই। গলা ব্যথা, সর্দি- কাশির সমস্যার কিছু ঘরোয়া টোটকা জানা থাকলে কিন্তু এই সমস্ত সমস্যার অনেক সহজে উপশম সম্ভব। একনজরে দেখে নিন ঠিক কী কী ঘরোয়া পদ্ধতিতে সর্দি, কাশি, গলা ব্যথার মতো সমস্যা থেকে দ্রুত সেরে উঠে স্বাভাবিক ছন্দে ফিরতে পারেন।