আজ দিনটি বাবার দিন। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় পিতৃ দিবস বা ফাদার্স ডে। এবছর ১৯ জুন অর্থাৎ আজ পালিত হচ্ছে পিতৃদিবস। বিশ্বের প্রায় ৮৭টি দেশে পালিত হয় এই দিনটি। আজ জেনে নিন কেন পালিত হয় ফাদার্স ডে। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পিতৃ দিবস হিসেবে উদযাপনের সূচনা হয়েছিল মার্কন মুলুকে। এর নেপথ্যে রয়েছে একাধিক গল্প।
সবচেয়ে প্রচলিত যে গল্পটি রয়েছে, তা হল- ১৯১০ সালে ওয়াশিংটনে প্রথম পালিত হয়েছিল দিনটি। সোনোরা স্মার্ট ডড নামে এক মহিলা খুবই অল্প বয়সে মাতৃহারা বন। তাঁর বাবা কাজ করতেন সেনাবাহিনীতে। তিনি খুব কষ্টে তাঁর ছেলে মেয়েদের বড় করেছিলেন। তাঁর এই কষ্টকে সম্মান জানাতেই তাঁর মেয়ে সোনোরা ফাদার্স ডে পালন করেন। তিনি ৫ জুন দিনটি পালন করতে চেয়েছিলেন। কারণে সেদিন ছিল তাঁর বাবার জন্মদিন।