পুরুষ না নারী, পরকীয়া লুকাতে কে বেশি পারদর্শী তা জানতে সম্প্রতি একটি সমীক্ষা চালান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। গবেষণায় অংশ নিয়েছিল ১০১ জন পুরুষ ও ৮৮ জন নারী। তাদের থেকে জানতে চাওয়া হয় তাঁরা কোনও পরকীয়া সম্পর্কে জড়িত আছেন কি না। এর পর ১৫০০ জন মানুষকে ডাকা হয়েছিল এঁদের মধ্যে কারা পরকীয়ায় লিপ্ত তা খুঁজে বার করতে।
সমীক্ষার ফল বলছে, অধিকাংশ ক্ষেত্রেই পর্যবেক্ষকদের চোখে ধরা পড়ে গিয়েছেন পুরুষরা। নারীরা খুব সহজেই চিহ্নিত করতে পেরেছেন পরকীয়ায় লিপ্ত পুরুষদের। অন্য দিকে নারীদের পরকীয়া ধরতে গিয়ে ল্যাজে-গোবরে হয়েছেন অধিকাংশ পুরুষই। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সমীক্ষায় প্রাপ্ত ইঙ্গিত সব সময় ঠিক না ও হতে পারে। তাই এই সমীক্ষাকে সম্পূর্ণ সত্য বলে মেনে নেওয়া ঠিক নয়।