নতুন আপডেশনের পর থেকে আর একাধিক ইমেল ফরোয়ার্ড করার প্রয়োজন নেই। এবার থেকে সরাসরি ই-মেইল এটাচমেন্টের অপশন রাখছে জিমেইল।
নতুন আপডেশনের পর থেকে আর একাধিক ইমেল ফরোয়ার্ড করার প্রয়োজন নেই। এবার থেকে সরাসরি ই-মেইল এটাচমেন্টের অপশন রাখছে জিমেইল। এতদিন ধরে ব্যবহারকারী প্রথমে কোনও তথ্য পাঠানোর জন্য প্রথমে ডাউনলোড করে তারপর ই-মেইল করতে হত। তবে এখন ডাউনলোড না করেই সরাসরি ই-মেইল এটাচমেন্টের-এর সুবিধা পাওয়া যাবে। নতুন থ্রেডে ইমেলগুলি এটাচ করার জন্য শুধুমাত্র ড্রাগ এন্ড ড্রপ এর সাহায্যেই করা যাবে। ইমেলগুলি নির্বাচন করে ইমেলগুলি সন্নিবেশ করতে পারেন এবং তারপরে ওভারফ্লো মেনু থেকে 'ফরোয়ার্ড এস এটাচমেন্ট' করতে পারেন।