উরফি জাভেদ বি-টাউনের নয়া সেন্সেশন কখনো সেফটিপিন দিয়ে গা ঢাকছেন, আবার কখনো বা কাচের পোশাক পড়ে চমকে দিচ্ছেন সকলকে হচ্ছেন নিন্দিত চলছে ট্রোলিং তাতে অবশ্য ডোন্ট কেয়ার
এই মুহূর্তে যে কোন তাবড় বলি সেলেবদের থেকে সোশ্যাল মিডিয়ায় উরফির জনপ্রিয়তা বেশি। সে লোকে তাকে নিয়ে যাই বলুক। উরফির মাসিক আয় দেড় কোটি টাকা থেকে 22 কোটি টাকা পর্যন্ত। উরফির একটি ইনস্টাগ্রাম পোস্ট নাকি বিক্রি হয় লক্ষ লক্ষ টাকায়। এছাড়াও ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে মডেলিং এড এর কাজ এসব তো রয়েছেই । এই মুহূর্তে রয়েছে বেশ কয়েকটি দামি গাড়ি ও সব মিলিয়ে তিনি রয়েছেন সপ্তম স্বর্গে জনপ্রিয়তা ও ব্যাংক ব্যালেন্স এই দুই যেন বাড়ছে লাফিয়ে লাফিয়ে