অনেকেই ব্ল্যাক হেডস-এর সমস্যায় ভোগেন। অনেক চেষ্টা করেও অনেক সময় দূর হয়না ব্ল্যাক হেডস। বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা ব্ল্যাক হেডস-এর সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে।
অনেকেই ব্ল্যাক হেডস-এর সমস্যায় ভোগেন। অনেক চেষ্টা করেও অনেক সময় দূর হয়না ব্ল্যাক হেডস। বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা ব্ল্যাক হেডস-এর সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। বেকিং সোডার সঙ্গে লেবু মিশিয়ে নাকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলতে পারেন, এতে ভালো ফল পাওয়া যায়। জলের সঙ্গে অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে তাতে কটন বল ভিজিয়ে নাকে লাগান৷ ১৫ মিনিট রেখে উষ্ণ জলে ধুয়ে ফেলুন এতে দূর হবে ব্ল্যাক হেডস। নাকের তৈলগ্রন্থিতে বাড়তি তেল জমে থাকতে দেয় না মধু৷ নাকে মধু ঘষে কয়েক মিনিট রাখুন, তার পর ধুয়ে ফেলুন। চন্দন ত্বকের নানান সমস্যা থেকে মুক্তি দেয়। দুধের সঙ্গে চন্দনগুঁড়ো মিশিয়ে ১৫ মিনিট স্ক্রাব করে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। কয়েক চামচ টকদইয়ে টোম্যাটোর রস মিশিয়ে নাকে মাখুন৷ তার নাকটা প্লেন জলে ধুয়ে নিন, ভালো ফল পাবেন।