গরমে সবার ঘরে ঘরেই প্রায় এসি চলে। তবে এই এসি যেমন স্বাস্থ্যের ক্ষতি করে তেমনই এতে বিদ্যুৎও বেশি খরচ হয়। গরমে এসি ছাড়াও ঘর ঠান্ডা রাখা সম্ভব, এসি ছাড়াও কিছু প্রাকৃতিক উপায়ে ঘর ঠন্ডা রাখা সম্ভব।
গরমে সবার ঘরে ঘরেই প্রায় এসি চলে। গরম থেকে মুক্তি পেতেই সবাই ঘরে এসি চালিয়ে রাখেন। তবে এই এসি যেমন স্বাস্থ্যের ক্ষতি করে তেমনই এতে বিদ্যুৎও বেশি খরচ হয়। গরমে এসি ছাড়াও ঘর ঠান্ডা রাখা সম্ভব, এসি ছাড়াও কিছু প্রাকৃতিক উপায়ে ঘর ঠন্ডা রাখা সম্ভব। ঘরের জানলার কাছে ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। ঘরে ইনডোর প্ল্যান্ট রাখলে ঘর ঠান্ডা থাকে। ঘরে এলইডি লাইট লাগান, এমন কোনও লাইট লাগাবেন না যাতে ঘর গরম হয়ে যায়। গরমে সুতির পোশাক পরার চেষ্টা করুন, গরমে সুতীর পোশাক পরলে গরম কিছুটা কম লাগে। জানলা এবং দরজার পর্দা থাকলে সেই পর্দা ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন এতে ঘর ঠান্ডা থাকে। ১০টার পরে ঘরের জানলা এবং দরজা বন্ধ করে দিন এবং ঘরের পর্দা দিয়ে দিন, এতে ঘর ঠান্ডা থাকে।