মেকা নিয়ে মনের খুঁত খুঁতানি দূর করুন
সঙ্গে রাখুন পাঁচটি জিনিস
পাঁচটি ধাপে সেরে ফেলুন মেকাপ
নজর কাড়তে মেকাপ করুন চটজলদি
মেকাপ নিয়ে সচেতন কম বেশি সকলেই। তাই চটজলদি নজর কাড়া লুক পেতে ঠিক কী কী সঙ্গে রেখা প্রয়োজন অনেকেই তা বুঝতে পারেন না। এমনই অবস্থায় প্রথমিক পাঁচটি জিনিস হাতের কাছে রাখলেই বাজিমাত।
মেকাপ ব্যাগে রাখুন, ময়েশ্চরাইজার, ফাউন্ডেশন, ব্রাশ, আইলাইনার ও ব্লাস। যেকোনও ধরনের মেকাপের ক্ষেত্রে ময়েশ্চরাইজার সব থেকে ভালো বেস হিসেবে কাজ করে। অনেক ব্রাশ কিংবা তুলিরও প্রয়োজন নেই। প্রাথমিক দুতিনটি ব্রাশ থাকলেই তা দিয়ে মেকাপ ত্বকের বসিয়ে নেওয়া যায়। তবে আই লাইনারে যদি কোনও সমস্যা থাকে তবে সঙ্গে রাখতে পারেন কাজল পেনসিল।